শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১১:৪৭:১২

লাশের মিছিল আরো ভ'য়াল রেকর্ড! ইতালিতে ২৪ ঘণ্টায় ৯১৯ মৃত্যু

লাশের মিছিল আরো ভ'য়াল রেকর্ড! ইতালিতে ২৪ ঘণ্টায় ৯১৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পর করোনা সবচেয়ে ভ'য়াল থা'বা বসিয়েছে ইতালিতে। এই মা'রণ ভাইরাসের কালো থা'বায় মৃ'ত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মা'রা যাচ্ছেন। আ'ক্রা'ন্তও হচ্ছেন শত শত মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আ'ক্রা'ন্ত হয়ে নয়শ ১৯ জন মারা গেছেন। 

আর নতুন করে আ'ক্রা'ন্ত হয়েছেন পাঁচ হাজার নয়শ ৯ জন। প্রতিদিনই করোনায় ইতালিতে মানুষ মা'রা যাচ্ছেন। আজকের নয়শ ১৯ জন নিয়ে দেশটিতে মোট মৃ'ত্যের সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার একশ ৩৪ জনে। আর আক্রা'ন্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ৮৬ হাজার চারশ ৯৮ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। 

১০ হাজার নয়শ ৫০ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতালিতে প্রতিদিনই চলছে মৃত্যুর মিছিল। তবে দেশটির উত্তরাঞ্চলের একটি শহরের মানুষ এই ক'ঠিন সময়ের মধ্যেও খুঁ'জে পেয়েছে মুক্তি। উন্নত পরীক্ষা পদ্ধতি ও রো'গীকে সত'র্কতার সাথে আইসোলেশনে রাখার কারণে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এলাকার মানুষের করোনায় আক্রা'ন্তের সংখ্যা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে