শনিবার, ২৮ মার্চ, ২০২০, ০৯:৩০:৩২

করোনার মহামা'রির জন্য দায়ী সমলিঙ্গের বিয়ে : ইরাকি ধর্মীয় নেতা

করোনার মহামা'রির জন্য দায়ী সমলিঙ্গের বিয়ে : ইরাকি ধর্মীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক : চারদিকে করোনার ভয়। বিশ্বের প্রায় একশ ৯৯টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মা'রণ ভাইরাস। কোথায় থেকে কিভাবে এই ভাইরাস ছড়িয়েছে; তার ব্যাপারে এখনো সুস্পষ্ট করে বলতে পারেননি কেউই। কিন্তু ইরাকের এক ধর্মীয় নেতা বলে দিয়েছেন, সমলিঙ্গের বিয়ের বৈধতা দেওয়ার জন্যই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।

ইরাকের ধর্মীয় নেতা মুকতদা আল-সদর বলেন, করোনা মহামা'রি সৃষ্টির জন্য দায়ী সমলিঙ্গের বিয়ে। শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, সবচেয়ে ভয়ং'কর জিনিস এটা যে, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামা'রি আকার ধারণ করেছে শুধুমাত্র সমলিঙ্গের বিয়ের বৈধতা দেওয়ার জন্যই। তাই আমি বিশ্বের সব সরকারকে আহ্বান জানাচ্ছি এই ধরনের আইন দ্রুত বা'তিল করার জন্য।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুসারে সারা বিশ্বের ৩০টি দেশে সমলিঙ্গের বিয়ের অনুমতি রয়েছে। তার মধ্যে বেশিরভাগ দেশই ইউরোপের। ইরাকেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। শনিবারের তথ্য মতে, দেশটিতে করোনায় আক্রা'ন্ত হয়ে ৪০ জন মানুষ প্রাণ হা'রিয়েছেন। আর আক্রা'ন্ত হয়েছেন পাঁচশ ছয়জন। করোনা ঠে'কাতে নানা উদ্দ্যোগ নিয়েছে ইরাকি সরকার। গত সপ্তাহ থেকে সারা দেশ লকডাউন করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে