'নোবেল পুরস্কারের লোভে মোদির পাকিস্তান সফর'
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকস্মিক ভাবেই আফগানিস্তান থেকে পাকিস্তান সফর করেন। শুক্রবার তিনি আফগানিস্তনের পার্লামেন্টের উদ্বোদন শেষে কাউকে না জানিয়েই আকস্মিক সফলে পাকিস্তানের লঅহোরে যান। তার এই সফরকে কেন্দ্র করে বিরোধী দলে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার কংগ্রেসের মুখপাত্র তিওয়ারী খোঁচা মারলেন। তিনি বলেন, কারো জন্মদিনে শুভেচ্ছা জানাতে নয়। নরেন্দ্র মোদি বিশ্বনেতা হওয়া এবং নোবেল পুরস্কার পাওয়ার লোভে পাকিস্তানে আচমকা সফর করেন।
শুক্রবার আফগানিস্তান থেকে লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর শরিফের নাতনির বিয়ে উপলক্ষ্যে তার বাড়িতে গেলেন মোদি। এরই ফাঁকে হল বৈঠকও সারেন দুই প্রধানমন্ত্রী। সন্ধ্যায় শরীফের সঙ্গে সাক্ষাৎ শেষে দিল্লির পথ ধরেন মোদি। তবে সে দিন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সেদিন ৬৬ তম জন্মদিন ছিল। আর তাই এদিন সকালেই মোদি ফোন করে নওয়াজকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।
তারপরই আফগানিস্তনের পার্লামেন্টের উদ্বোধন করা থেকে শুরু করে নানা কর্মসূচির পর মোদির টুইট করে জানান, ‘আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিন আর তাই শরিফের সঙ্গে কথা বললাম, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম।’ এই টুইটের কিছুখন পরই আবার টুইট করেন মোদি। লেখেন, ‘লাহোরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। দিল্লি ফেরার পথে একবার ঘুরে যাব।’ লাহোরে পোছানোর পরেই তারা আবার বিমানে করে রায়উইন্দ। রায়উইন্দে শরিফের পৈত্রিক বাড়িতে ছিল তার নাতনির বিয়ের অনুষ্ঠান। জমজমাট বিয়ে বাড়িতেই ভিভিআইপি অতিথিকে নিয়ে যান শরিফ। অনুষ্ঠানের ফাঁকেই হয় দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু কেন এই সারপ্রাইজ স্টপওভার? ভারত ও পাকিস্তানের মধ্যে একটা কার্যকরী সম্পর্ক কতটা গুরুত্বপর্ণ তা মোদি জানেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর নরেন্দ্র মোদির এটাই প্রথম বারেরন মতো পাকিস্তান সফর। শুধু তাই নয়, ১২ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পর এই প্রথম কোন ভারতীয় প্রধনমন্ত্রী পাকিস্তানের মাটিতে পা রাখলেন। ২০১৬-তে মোদির পাকিস্তান সফর নির্ধারিত হয়েছিল আগেই। তবে তার আগেই ভারতের প্রধানমন্ত্রীর বিমান পাক বিমানবন্দরের রানওয়েতে নামল।
২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�