সোমবার, ৩০ মার্চ, ২০২০, ০৪:৫৪:১১

করোনায় কাঁপছে বিশ্ব, উল্টো ব্যবসা বাণিজ্যে ফুলে ফেঁপে উঠছে চীন

করোনায় কাঁপছে বিশ্ব, উল্টো ব্যবসা বাণিজ্যে ফুলে ফেঁপে উঠছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : করোনা আত'ঙ্কে রাতের ঘুম উড়েছে হাজার হাজার গবেষকের। তা'বড় তা'বড় শ'ক্তিধর রাষ্ট্রগুলির প্রশাসকদের মুখ ফ্যা'কাশে হয়ে পড়েছে। সকলেই ভাবছেন, কীভাবে রোখা যেতে পারে এই মা'রণ ভাইরাসকে? উত্তরটা এখনও বাকি বিশ্বের কাছে না পাওয়া গেলেও, বেশ বহাল তবিয়তে রয়েছে লাল চীন, যাতে উঠছে বেশ কিছু প্রশ্ন।

চীনের উহান প্রদেশ থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মা'রণ ভাইরাস। ইতালি, ফ্রান্স থেকে শুরু করে আমেরিকা উন্নত বহু দেশে মৃ'ত্যু হয়েছে প্রচুর মানুষের। সারা বিশ্বে আক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭ লাখে। তবে বেইজিং বিশ্বকে জানিয়েছে, তারা একপ্রকার এই ভাইরাসকে কা'বু করেছে। যেহেতু এই ভাইরাসের কোনও প্রতিষে'ধক আবিষ্কার হয়নি, তাই নানান প্রতিরো'ধ দিয়েই ঠে'কিয়ে রাখা সম্ভব হয়েছে এই ভাইরাসকে। 

এরপরেই বিশ্বব্যাপী নানান দেশ থেকে চীনের কাছে অর্ডার আসে এই ভাইরাস প্রতিরো'ধজাত দ্রব্যের জন্য। শোনা যাচ্ছে, চীনে নাকি বর্তমানে এমন বহু কারখানা গড়ে উঠেছে, যেখানে তৈরি হচ্ছে গ্লাভস, মাস্ক, স্যুট ইত্যাদি নানান দ্রব্য। সেগুলি বিদেশে রপ্তানিও করছে চীন। বিনিময়ে আসছে প্রচুর বৈদেশিক ডলার। যার জে'রে ক্রমেই স্থিতিশীল হচ্ছে চীনের অর্থনীতি। 

অন্যদিকে ইতালি, ফ্রান্স, আমেরিকার মতো দেশের অর্থনীতি ভেঙে পড়ছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে যে কৌশলে বাণিজ্যিক স্বার্থেই কী এই করোনা ভাইরাস উৎপন্ন করেছিল চীন? প্রশ্ন উঠলেও এখনও কোনও প্রমাণ নেই। তাই কোনও উত্তরও নেই। তবে বিশ্ববাসীর চোখে ক্রমেই যেন 'ভিলেন' হয়ে উঠছে চীন। খোদ চীনের তথ্য অনুসারে, ২.১৫ কোটি জনসংখ্যার শহর বেইজিং-এ করোনায় আক্রা'ন্তের সংখ্যা ছিল ৫৬৯ জন। যাদের মধ্যে প্রাণ গিয়েছে আট জনের।

সাঙ্ঘাইয়ে করোনার কারণে প্রান হা'রিয়েছে পাঁচ জন। আক্রা'ন্ত হয়েছিলেন ৪৬৮ জন। ওই শহরের জনসংখ্যা ২.৪০ কোটি। উহানে যখন এত লোক মা'রা গিয়েছে সেখানে ওই দেশেরই অপর দুই শহরে এত কম কী করে আক্রা'ন্ত তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে কী সত্যিই চীন নিজেই ছড়িয়েছিল এই ভাইরাস? চীনা প্রশাসনের তরফে অবশ্য বারবার এই অভিযোগ অস্বী'কার করা হচ্ছে। বলা হচ্ছে মার্কিনরা চীনকে বদনাম করছে। যদিও এই অভিযোগ উড়িয়ে করোনার জন্য চীনকেই দায়ী করছে আমেরিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে