সোমবার, ৩০ মার্চ, ২০২০, ০৫:৪২:৪৩

করোনার ভয়, আদরের সন্তানকে বুকে জড়িয়ে ধরতে না পেরে কাঁদছেন চিকিৎসক

করোনার ভয়, আদরের সন্তানকে বুকে জড়িয়ে ধরতে না পেরে কাঁদছেন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সং'ক্র'মণ রু'খতে সারা বিশ্ব জুড়ে চেষ্টা চলছে। তারপরও থামছে না মৃত্যু মিছিল। এই অবস্থায় সবথেকে ক'ঠিন লড়াই লড়তে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। কারণ, প্রতি মুহূর্তেই করোনা আক্রা'ন্তদের চিকিৎসার কাজেই লিপ্ত থাকছে হচ্ছে তাদের। এর ফলে এই মা'রণ ভাইরাসের সং'ক্র'মণে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে অনেক চিকিৎসকের মৃ্ত্যু হয়েছে।

তাই নিজের বাড়িতে ফেরার পরেও পরিবারের সদস্যদের থেকে রীতিমতো দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে তাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া সৌদি আরবের একটি ভিডিও দেখে চোখে পানি চলে এসেছে সবার। শাভান নামে এক টুইটারাট্টির পোস্ট করা ৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন চিকিৎসককে বাড়িতে ঢুকতে দেখে একছুটে তাকে জড়িয়ে ধরবে বলে পৌঁছে গিয়েছে ছোট্ট শিশুপুত্র। 

কিন্তু, তাকে কাছে আসতে বারণ করে মাথা নিচু করে বসে কাঁদছেন ওই চিকিৎসক। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ''হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ছোট্ট শিশুপুত্রকে জড়িয়ে ধ'রতে বারণ করছেন সৌদির এক চিকিৎসক। তার থেকে দূরত্ব বজায় রাখতে বলছেন। তারপর কান্নায় ভেঙে পড়ছেন। আমাদের এই বীরদের স্যালুট জানাই।''

গত জানুয়ারি মাসে একই ধরনের একটি ভিডিওতে চীনের উহান শহরের এক নার্সকে তার নবছরের মেয়েকে উড়ন্ত আলিঙ্গন করতে দেখা যায়। চেং শিওয়েন নামে ওই নাবালিকা কন্যাকে সং'ক্র'মণের হাত থেকে বাঁচাতে লিউ হাইয়ান নামে ওই নার্স বলেছিলেন, ''মা আমরা এখন একটা দৈত্যের সঙ্গে ল'ড়াই করছি। এই ল'ড়াইয়ে জয়ী হওয়ার পরেই তোমাদের মাঝে ফিরবো।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে