সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১১:৫২:২৭

তাপমাত্রা বেশি হলে করোনা টিকে না, এটি ভুল ধারণা : জর্জ গাও

তাপমাত্রা বেশি হলে করোনা টিকে না, এটি ভুল ধারণা : জর্জ গাও

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী করোনাভাইরাস নিয়ে অনেকের অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, তাপমাত্রা বেশি হলে করোনাভাইরাস টিকে না। এটিকে ভুল ধারণ বলেই জানিয়েছেন চীনের রোগ প্রতিরোধ বিষয়ক সর্বোচ্চ কর্তৃপক্ষ চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মহাপরিচালক জর্জ গাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লোকে ভাবে, এটি খুবই ক্ষণায়ু এবং তাপমাত্রা বেশি আছে এমন জায়গায় এটি বেশিক্ষণ টেকে না। কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীন দুই জায়গার গবেষণাতেই দেখা গেছে, ভূপৃষ্ঠে এটি যেকোনো পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে খুবই পারঙ্গম। নানা ধরনের পরিবেশ-প্রতিবেশে এটি নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম।’

তিনি আরো বলেন, ‘ভারতে তাপমাত্রা বেশি কিন্তু আশ'ঙ্কা করা হচ্ছে ওখানেও ভাইরাসটি ব্যাপকহারে ছড়াবে।এরিমধ্যে বেশ কিছু উচ্চ তাপমাত্রার দেশেও এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে।

এটি এনভেলপড ভাইরাস হওয়ার কারণে তাপমাত্রা কোনো বিষয় না।সৌদি আরবের তাপমাত্রা কম না, বেশিই। কিন্তু ওখানে মানুষ আ'ক্রা'ন্ত হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে