সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৫:৪৭

ইসরাইলকে কড়া হুঁশিয়ারি জর্দান এমপিদের

ইসরাইলকে কড়া হুঁশিয়ারি জর্দান এমপিদের

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইহুদিবাদী ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আরব রাষ্ট্র জর্ডান। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি শান্তি চুক্তিও পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছেন তারা।

ইসরাইলের রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জর্দানের একদল সংসদ সদস্য। সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার প্রতিবাদে তারা এ দাবি তুলেছেন।

এইনাত শেলিন নামে ফিলিস্তিনের একটি পত্রিকা জানিয়েছে, জর্দানের অন্তত ৪৫ জন সংসদ সদস্য একটি পিটিশনে সই করে সরকারের কাছে জমা দিয়েছেন। তাতে আম্মানে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি করা হয়।

এছাড়া, ইসরাইলে নিযুক্ত জর্দানের রাষ্ট্রদূত ওয়ালিদ ওবেইদাতকেও দেশে ফেরত আনার জন্য তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এর পাশাপাশি ১৯৯৪ সালে ইসরাইলের সঙ্গে আম্মান যে শান্তি চুক্তি করেছে তা পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছেন এসব সংসদ সদস্য।

সংসদ সদস্যরা বলেছেন, ইসরাইলের সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদে যে হামলা চালিয়েছে তাতে শুধু ফিলিস্তিনিরাই ঝুঁকির মুখে পড়েন নি বরং সারা বিশ্বের মুসলমানকে ইসরাইল ক্ষুব্ধ করে তুলেছে।

ইহুদিদের নতুন বছর উপলক্ষে ইসরাইল আল-আকসা মসজিদের আশপাশে সেনা মোতায়েন করার পর ফিলিস্তিনি জনগণ ও মুসল্লিদের ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে। সূত্র: রেডিও তেহরান
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে