মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ০৮:২৩:২০

করোনা মো'কাবিলায় নিজের উপার্জিত ১০ লক্ষ টাকা দান করলেন মমতা ব্যানার্জী

করোনা মো'কাবিলায় নিজের উপার্জিত ১০ লক্ষ টাকা দান করলেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : বিরো'ধ সামনে এসেছে একাধিকবার। কিন্তু এটা ক'ঠিন সময়। তাই একে অপরের পাশে দাঁড়াতেই পছন্দ করছেন বিরো'ধীরা। সব বিরো'ধ ভুলে করোনা মো'কাবিলায় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি করা তহবিলে ৫ লক্ষ টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একইসঙ্গে রাজ্যের জন্যও পাঁচ লক্ষ টাকা দিয়েছেন তিনি।

মঙ্গলবার ট্যুইট করে একথা জানিয়েছেন মমতা। তিনি আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে কোনও বেতন নেন না তিনি। বিধায়ক হিসেবেও নেননি। এমনকি সাত বারের সাংসদ হওয়া সত্বেও পেনশন গ্রহণ করেন না। ছবি এঁকে বা বই লিখে তাঁর যা আয় হয়, সেটাই তার উপার্জন বলে জানিয়েছেন। এমন কথা অবশ্য আগেও বলেছেন মমতা।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম কেয়ার ফান্ডে দেশবাসীকে মুক্ত হস্তে দান করার আবেদন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই সেই ফান্ডে ৫০০ কোটি টাকা দিয়েছে টাটা ট্রাস্ট। এরই পাশাপাশি সেই ফান্ডে ২৫ কোটি টাকা দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার।

করোনা ভাই'রাসের সং'ক্র'মণের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি চ্যারিটেবল ফান্ডের গঠন করেছেন। নাম পিএম কেয়ার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই ট্রাস্টের চেয়ারম্যান, আর স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এই ফান্ডের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। করোনা মো'কাবিলায় একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। 

পাশাপাশি, রাজ্যগুলিও কোমর বেঁধেছে। শনিবার করোনা মোকাবিলায় বিশেষ ফান্ড তৈরির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মা’রন এই ভাইরাসে আক্রা'ন্তদের চিকিত্‍সা ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে পিএম কেয়ার ফান্ডে দেশবাসীকে অর্থ সাহায্য করতে আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে