বুধবার, ০১ এপ্রিল, ২০২০, ০৭:০৯:১৮

পরে ভালো থাকতে এখন আড্ডা-ক্যারম বাদ দিন, 'পায়ে পড়ে' অনুরোধ মমতার

পরে ভালো থাকতে এখন আড্ডা-ক্যারম বাদ দিন, 'পায়ে পড়ে' অনুরোধ মমতার

আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে বাড়ছে করোনার প্র'কোপ। আ'ক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যাও বাড়ছে। এ রাজ্যের ক্ষেত্রে আ'ক্রা'ন্তের সংখ্যাটা এখনও থেমে আছে ৩৭-এ। কিন্তু আগামী দু'সপ্তাহ যে রাজ্যের মানুষের জন্য 'অ'গ্নিপরীক্ষা' দেওয়ার সময়, তা বুধবার স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন, 'সামনের দুটো সপ্তাহ অত্যন্ত গুরুতর। প্লিজ আপনারা দয়া করে সরকারের নির্দেশ মানুন। আবার আড্ডা দেওয়ার, ক্যারম খেলার সময় পাবেন। এই কটা দিন বাদ দিন। আগামী দিন ভালো থাকতে হলে আড্ডা দেওয়া বন্ধ করুন।'

তাঁর কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে মানুষজন আড্ডা দিচ্ছেন, রাস্তায় ক্যারম খেলছেন। এই প'রিস্থিতিতে রাজ্যের মানুষের কাছে তিনি বলেন, 'হাত জোড় করে, পায়ে পড়ে বলছি এই কটা দিন লকডাউন মেনে চলুন। বাজের সব জিনিস পাবেন। তাই গেলেও ভি'ড় করবেন না। সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু আপনার বিষয়টিকে হাল'কাভাবে নেবেন না। তবে, আত'ঙ্কি'ত হওয়ার কিছু নেই।'

নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'আমি মুড়ি খেয়ে থাকি। এখন ডাক্তারদের পরামর্শে একটু ভাত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ খাচ্ছি। এখন যদি একটু কষ্ট করেও চলেন পরে ভালো থাকতে পারবেন।' উল্লেখ্য, এ দিন বিভিন্ন জায়গায় থেকে বিনামূল্যে রেশন সংগ্রহ করতে মা'রামা'রির ঘটনাও ঘটেছে। সেই খবর পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কানেও। এ দিনের আবেদন সেইসব ঘটনার প্রেক্ষিতেই বলে মনে করছেন অনেকে।

এ দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ভালো থাকতে হলে এখন বাড়িতেই থাকুন। জানলা খুলে রাখুন। জল খান বেশি করে। পেট ভরে খাবার খান। কিন্তু হালকা।' তাঁর সংযোজন, 'আপনাদের বাড়ির মেয়ে, বোন হয়ে বলছি, একটু শুনুন সরকারের কথা। আমাদের এখন একসঙ্গে ল'ড়াই করতে হবে। আপনাদের সাহায্য প্রার্থনা করছি তাই।'-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে