বুধবার, ০১ এপ্রিল, ২০২০, ০৭:২৭:৪৪

ইতালির এই গ্রাম এখনো করোনা ভাইরাস মুক্ত

ইতালির এই গ্রাম এখনো করোনা ভাইরাস মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিপ'র্যস্ত ইতালি। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে খা'রাপ অবস্থায় দেশটি। করোনা ভাইরাসের প্রাণ কেন্দ্র চীনকেও ছা'ড়িয়ে গেছে ইতালি। তবে অবাক করার বিষয়, দেশটির একটি গ্রামে এখনও হা'না দিতে পারেনি এই ভাইরাস।
ইতালির উত্তরের পিয়েডমোন্ত অঞ্চলের একটি গ্রাম। নাম তার মন্টাল্ডো টোরিনিস। এর বাসিন্দারা এখনো করোনা ভাইরাসে আক্রা'ন্ত হননি। অথচ ওই অঞ্চলেই দিন দিন বাড়ছে ভাইরাসে আক্রা'ন্তের সংখ্যা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মন্টাল্ডো টোরিনিসের বাসিন্দারা বিশ্বাস করেন, ‘অলৌকিক পানি’ তাদের এই ভাইরাস থেকে র'ক্ষা করেছে।গ্রামের ৭২০ জন বাসিন্দা বিশ্বাস করেন, মন্টাল্ডো টোরিনিসের কূপের পানি খেয়ে নিউমোনিয়ায় আক্রা'ন্ত ফরাসি শাসক নেপোলিয়ন বোনাপার্টের সৈ'ন্যরা ভালো হয়ে গিয়েছিলেন।

তবে সেখানকার মেয়র সের্জিও গায়োতি জানান, গ্রামের স্বাস্থ্যকর পরিবেশ আর করোনাকে কেন্দ্র করে নেওয়া পদক্ষেপের কারণেই গ্রামটি এখনো ভাইরাস মু'ক্ত।তিনি বলেন, ‘বিশ্বাস করা হয়, নেপোলিয়নের জেনারেলরা নিউমোনিয়ায় আক্রা'ন্ত হন। আর সৌভাগ্যক্র'মে ওই সময় পানি সম্ভবত তাদের সাহায্য করেছিল। তবে আজ কূপটি কেবল জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আপনি এখন কূপটি থেকে পানি পান করতে পারবেন না।’

গত রবিবার পর্যন্ত ইতালির পিয়েডমোন্ত অঞ্চলে আট হাজার ২০৬ জন করোনা আক্রা'ন্ত রোগী শনা'ক্ত হয়েছে। রাজধানী তুরিনে গত শনিবার পর্যন্ত আক্রা'ন্ত হয়েছে প্রায় তিন হাজার ৬৫৮ জন। তবে তুরিন থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত মন্টাল্ডো টোরিনিস গ্রামের কেউ এখনও করোনায় আক্রা'ন্ত হননি।কাজের জন্য সেই গ্রাম থেকে অনেকেই প্রাদেশিক রাজধানী তুরিনে যাতায়াত করে থাকেন। তারপরও গ্রামটিতে করোনা ভাইরাসে সং'ক্রমণ দেখা দেয়নি।

এর কারণ হিসেবে মেয়র বলেন, এখানকার বিশুদ্ধ বাতাস, স্বাস্থ্যকর জীবনযাত্রা আর মানুষকে সত'র্ক রাখতে তাদের উদ্যোগই ভাইরাসটিকে এখানে প্রবেশ করতে দেয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে