বুধবার, ০১ এপ্রিল, ২০২০, ০৮:০৮:৪০

হাসপাতালের ভেতরেই করোনাভাইরাসের বাসা!

হাসপাতালের ভেতরেই করোনাভাইরাসের বাসা!

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালের বেড খালি নেই। এক ভে'ন্টিলেটরে শ্বাস নিচ্ছে দুটি প্রা'ণ। ডাক্তার, নার্সরা সা'ধ্যমতো চেষ্টা করে চলেছেন সবাইকে বাঁ'চাতে। অনেককেই আবার বাঁ'চাতে না পেরে ভে'ঙে পড়ছেন তারা। এমনই বি'ভীষি'কাময় পরিস্থি'তি এখন যুক্তরাষ্ট্রে। প্রতিক্ষ'ণে লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে আক্রা'ন্তের সংখ্যা। চোখের পলকে মৃ'তের সংখ্যাটা পরিবর্তিত হচ্ছে।

হাসপাতালে তিল ধারনের জায়গা নেই। দুর্ভা'গ্যবশত যারা এরই মধ্যে মা'রা গেছেন, তাদের দেহের ঠাঁই মিলছে হিমা'য়িত ট্রাকে। নিউ ইয়র্কে হাসপাতালগুলো অনেক আগেই তাদের ধারণ ক্ষম'তা হা'রিয়েছে। একটি শয্যা তখনই খালি হচ্ছে যখন ওই শয্যাতে থাকা কেউ ওপারে চলে যাচ্ছেন।

বলা হচ্ছে, এত গু'রুতর পরিস্থি'তি অনেকে নিজের চোখে দেখছেন, নিজের কানে শুনছেন তারপরও অনুধাবন করছেন না তেমন করে, কেননা তারা এখনো অযথা বাড়ির বাইরে বের হচ্ছেন। বিভিন্ন রাজ্য কঠো'র পদক্ষে'প নেয়ার পরেও অনেকে বিভিন্ন অজুহাতে বাইরে বের হচ্ছেন।

এই মুহূর্তে হাসপাতালের ভেতরেই ভাইরাসের বাসা। ফলে জনগণকে সাধারণ সমস্যায় হাসপাতালে যেতে নিষেধ করা হচ্ছে। করোনায় আক্রা'ন্ত না হলেও হাসপাতালে গেলে নিশ্চি'ত করোনায় ধ'রবে।

নিউইয়র্কের কনি আইল্যান্ড হসপিটালের ডা. মুহাম্মদ জামান জানান কেন মানুষদের বাড়িতে থাকার অনুরোধ করা হচ্ছে। কারো জ্বর গলা ব্য'থা হলে, বলা হচ্ছে হাসপাতালে না যেতে। এর কারণ, এই মুহূর্তে হাসপাতালগুলোতে বাসা বে'ধেছে করোনাভাইরাস, তাই যারা জ্বর গলা ব্য'থা নিয়ে যেতে চাইছেন হাসপাতালে তারা যদি আগে থেকে করোনাভাইরাসে সং'ক্রমিত না হয়ে থাকেন, হাসপাতালে গিয়ে সং'ক্রমিত হওয়ার ঝুঁ'কি বা'ড়িয়ে দিচ্ছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে