আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণপূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি করোনা ভাইরাস ছড়িয়েছে মালয়েশিয়ায়। প্রায় ২৯০০ জন আ'ক্রা'ন্ত। রোজই এই সংখ্যা বেড়ে চলেছে। সরকার ইতোমধ্যেই দেশের বিরাট অংশে লকডাউন ঘোষণা করেছে এবং অনলাইনে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার মহিলা ও পরিবার উন্নয়র মন্ত্রনালয়ের তরফে একটি পোস্টার ফেসবুকে পোস্ট করা হয়েছে যেখানে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে মহিলাদের কাজ করার বিষয়ে কয়েকটি নির্দে'শিকা জারি করা হয়েছে। #WomenPreventCOVID19 দিয়ে নির্দে;শিকায় বলা হয়েছে, দেশের লকডাউনকে সার্থক করে তুলুন বাড়িতে স্বামীদের বিরক্ত করা বন্ধ করে।
এমনকী বাড়িতে ঘরের কাজে সাহায্যের হাত বাড়ানোর সময় কোনও রকম কথা না শুনিয়ে মুখ বুজে কাজ করা এবং ওয়ার্ক ফ্রম হোমে বসার সময় অফিসে যেভাবে সেজেগুজে যাওয়া হয় সেভাবেই বসতে বলা হয়েছে। গত ১৮ মার্চ থেকে মালয়েশিয়ায় একাংশে লকডাউন ঘোষণা করা হয়েছে।
তবে মহিলাদের প্রতি এমন সরকারি নির্দে'শিকার জারির ফলে দেশে পুরুষতন্ত্র কায়েম এবং মহিলাদের সমান অধিকার না থাকার বিষয়টি আরও বেশি সামনে চলে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ক্ষো'ভ প্রকাশ করেছেন দেশের মহিলারা। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও সরকারের তরফে এমন পোস্টার প্রকাশ করা হয়েছে। সূত্র : ইন্ডিয়া টাইমস