বুধবার, ০১ এপ্রিল, ২০২০, ১০:৪৫:০৯

চিকিৎসাধীন সকল শ্রমিকদের পুরো বেতন দেয়ার ঘোষণা দিল কাতার

চিকিৎসাধীন সকল শ্রমিকদের পুরো বেতন দেয়ার ঘোষণা দিল কাতার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে যেসব শ্রমিক কোয়ারেন্টাইনে রয়েছেন কিংবা যারা ভাইরাসটিতে আ'ক্রা'ন্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সবার পুরো বেতন প্রদান করার ঘোষণা দিয়েছে কাতারের সরকার। কোনো শ্রমিকের বেতন কর্তন হবে না বলে জানানো হয়েছে।

দেশটির প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনাভাইরাস মো'কাবিলায় সরকার যেসব নীতি গ্রহণ করেছে তা দেশের প্রত্যেক শ্রমিকের চাকরিদাতা এবংকোম্পানিগুলোর সেসব নীতি মেনে চলা বাধ্যতামূলক।

এছাড়া শ্রমিকরা যাতে নালিশ করতে পারে এ জন্য একটি হটলাইন সেবাও চালু করেছে সরকার। সরকারি এই হটলাইন নম্বরটি হলো ৯২৭২৭। কোনো শ্রমিক তার প্রাপ্য বেতন না পেলে এখানে ফোন করে অ'ভিযোগ করতে পারবেন।

কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাস সং'ক্রমিত কোভিড-১৯ রোগে ৭৮১ জনের আ'ক্রা'ন্ত হওয়ার খবর পাওয়া গেছে। মৃ'ত্যু হয়েছে দুই জনের। এরমধ্যে একজন বাংলাদেশি নাগরিক। সুস্থ হয়েছেন ৬২ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে