বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২০, ০৪:৩৫:১৮

'এখন মসজিদে থাকলে করোনা থেকে আল্লাহ রক্ষা করবে'

'এখন মসজিদে থাকলে করোনা থেকে আল্লাহ রক্ষা করবে'

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির নিজামউদ্দিন মারকাজে তবলিঘি জামাত নিয়ে উত্তাল ভারত। মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৯ হাজার মানুষ। তাদের মধ্যে সিংহভাগই করোনায় আক্রা'ন্ত হওয়ার আশ'ঙ্কা করা হচ্ছে। লকডাউনে নিষে'ধা'জ্ঞা উপে'ক্ষা করে জমায়েতের গু'রুতর অভিযোগ উঠেছে ধর্ম প্রচারকদের বি'রু'দ্ধে। 

এরই মধ্যে তবলিঘি জামাতের প্রধান মাওলানা মোহাম্মদ সাদ কান্ধালভির একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেই অডিও ক্লিপে বিতর্কিত মন্তব্য করেছেন মাওলানা। সেই অডিও বার্তায় কান্ধালভিকে বলতে শোনা গিয়েছে, অনুগামীরা যেন মসজিদেই থাকে, করোনা থেকে আল্লাহ তাদের রক্ষা করবে।

দিল্লি পুলিশ এই অডিও ক্লিপটি নিয়ে তদ'ন্ত শুরু করেছে। অন্যতম অভিযুক্ত এই মাওলানা সাদ কান্ধালভির কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। নিষে'ধা'জ্ঞা অমান্য জমায়েতের অভিযো'গ উঠেছে তার বিরু'দ্ধে। অডিও বার্তায় তাকে বলতে শোনা গিয়েছে, ''যদি তোমরা মনে করো মসজিদে জমায়েত করলে তোমরা মা'রা যাবে, তাহলে আমি বলি, এর থেকে ভাল জায়গা নেই মৃত্যুর জন্য।'' 

মনে করা হচ্ছে, যে সময় এই কথাগুলি বলছিলেন মাওলানা সাদ সেইসময় মারকাজে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। তিনি এও বলেন যে, ''ডাক্তাররা বলেছেন বলে এই সময় প্রার্থনা বা মানুষের সঙ্গে মেলামেশা ত্যা'গ করা উচিত নয়। আল্লাহ যখন এই রোগ দিয়েছেন তখন কোনও চিকিৎসক, কোনও ওষুধ আমাদের রক্ষা করতে পারবে না।''

যদিও দিল্লি পুলিশকে মারকাজ কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা করোনা সং'ক্র'মণ রু'খতে সরকারি নির্দে'শ মেনেই সবকিছু করেছে। কিন্তু মাওলানা সাদ অডিও বার্তা সম্পূর্ণ উলটো কথা বলছে। মাওলানা সাদকে এও বলতে শোনা গিয়েছে, ''এই সময় মসজিদগুলিতে জমায়েত বাড়ানো উচিত। আমার খুব দয়া হয় তাদের উপর যারা বলছেন, এখন মসজিদে নামাজ পড়া বা ছেড়ে যাওয়া উচিত নয়। এটা মসজিদ ছেড়ে পালানোর সময় নয়। যদি আমরা মসজিদে থাকি তাহলে আল্লাহ বিশ্বকে শান্ত করবে।'' সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে