বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২০, ০৫:৩২:৫৬

প্রকাশ্যে এলো করোনার আরেক রূপ, লক্ষণ প্রকাশের আগেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস!

প্রকাশ্যে এলো করোনার আরেক রূপ, লক্ষণ প্রকাশের আগেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস!

আন্তর্জাতিক ডেস্ক : আরও ভ'য়ঙ্ক'র তথ্য প্রকাশ্যে এলো প্রাণঘা'তী করোনা ভাইরাস নিয়ে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার বিভাগের এক গবেষণায় বলা হয়েছে, আক্রা'ন্ত রোগীর মধ্যে লক্ষণ প্রকাশের আগেই অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। 

ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসের লক্ষণ প্রকাশ পাবার আগেই শ্বা'সযন্ত্রের মাধ্যমে বা পরোক্ষভাবে তা নতুন বাহকের মাঝে ছড়িয়ে পড়ে। রিপোর্টে আরও বলা হয়েছে, শুধুমাত্র আক্রা'ন্তদের সাথে অন্যদের চলাচল কমিয়ে দিলেই যে এই মহামা'রী রো'ধ করা সম্ভব এমনটি নয়। কারণ, লক্ষ'ণবিহী'ন ব্যক্তিদের দ্বারাও এই রোগ ছড়ায়।

এ ভাইরাসটির প্রকৃতি এবং কিভাবেই বা তা রো'ধ করা যেতে পারে - এ সম্পর্কে এখনও বিজ্ঞানীরা বিশদভাবে জানার চেষ্টা করছেন। ইতোমধ্যে বিশ্বব্যাপী মহামা'রী আকার ধা'রণ করেছে করোনা ভাইরাস। প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রা'ন্ত হয়েছে ৯ লাখ ৩৪ হাজার মানুষ। মৃ'ত্যু হয়েছে ৪৬ হাজার ৯০০ জনের। সূত্র : সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে