বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২০, ০৫:৪৯:০০

চীন থেকে করোনা পরীক্ষার কিট কিনে চরম বিপাকে নেপাল

চীন থেকে করোনা পরীক্ষার কিট কিনে চরম বিপাকে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামা'রী আ'কার ধা'রণ করেছে প্রাণঘা'তী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছ'ড়িয়ে পড়েছে চীন থেকে উৎ'পত্তি ভাইরাসটি। এতে আক্রা'ন্ত হয়েছে ৯ লাখ ১২ হাজার মানুষ। মৃ'ত্যু হয়েছে সাড়ে ৪৫ হাজারের।

এশিয়ার দেশ নেপালেও এই ভাইরাসের সং'ক্রমণ পাওয়া গেছে। দেশটি দ্রু'ততম সময়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য চীন থেকে ৭৫ হাজার কিট কিনেছিল, যার মূল্য ৬ কোটি নেপালি রুপি। কিন্তু এগুলো কিনে এখন বি'পাকে পড়েছে নেপাল কর্তৃপক্ষ।

কিটগুলো মানস'ম্মত নয় এবং এগুলোর পরীক্ষার ফলাফলও নির্ভরযোগ্য নয়। তাই দেশটির সরকার এরই মধ্যে এসব কিট ব্যবহারের প্রতি সত'র্কতা জারি করেছে। সূত্র: মাইরেপ্লিকা, বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে