বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২০, ১১:১৭:১২

এবার অ্যামাজনের গভীর অরণ্যে বসবাসকারী আদিবাসী তরুণীর শরীরে করোনা, বড় বিপদের আশঙ্কা!

এবার অ্যামাজনের গভীর অরণ্যে বসবাসকারী আদিবাসী তরুণীর শরীরে করোনা, বড় বিপদের আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক: এবার অ্যামাজনের গভীর অরণ্যে বসবাসকারী আদিবাসী তরুণীর দেহে মি'লল করোনাভাইরাসের জীবা'ণু। ব্রাজিলজু'ড়ে আত'ঙ্ক ছড়িয়েছে। প্রথমবার ব্রাজিলে কোনো আদিবাসীর করোনায় আক্রা'ন্ত হওয়ার খবর মিলেছে। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, অ্যামাজনের গভীরে বসবাসকারী কোকামা উপজাতির ২০ বছরের একটি তরুণী করোনা পজিটিভ হয়েছে।ব্রাজিল-কলম্বিয়া সীমা'ন্তের কাছাকাছি স্যান্টো আন্তোনিও দো ইকা জেলায় একটি আদিবাসী গ্রাম রয়েছে। ওই গ্রামেরই বাসিন্দা তরুণীটি। ওই গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।উদ্বে'গের এখানেই শেষ নয়। ওই গ্রামের আরও চারজনের দেহে করোনার উপস্থিতি মিলেছে। তারা অবশ্য উপজাতির সদস্য নন। আক্রা'ন্তদের মধ্যে একজন ডাক্তার রয়েছেন। 

মনে করা হচ্ছে ওই গ্রামে মানুষের সেবা করতে যাওয়া ওই ডাক্তারের শরীর থেকেই আক্রা'ন্ত হয়েছেন গ্রামের চারজন। ওই উপজাতির মধ্যে করোনাভাইরাস ছ'ড়িয়ে পড়লে বড়সড় বি'পদের শ'ঙ্কা রয়েছে বলে মনে করছে ব্রাজিলের প্রশাসন।  

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ও তরুণী আদিবাসী স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন। ফলে সেই ডাক্তারের শরীর থেকেই তিনিও সং'ক্রমিত হয়েছেন বলে মনে করছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও গত কয়েকদিন ধ'রে ওই ডাক্তারের সং'স্পর্শে ছিলেন ১৫ জন স্বাস্থ্যকর্মী ও ১২ জন রোগী। তাদের সবার শরীরে অবশ্য করোনার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। 

জানা গিয়েছে, ওই ডাক্তার কিছুদিন আগেই দক্ষিণ ব্রাজিলে দেশের অন্যতম বড় আদিবাসী গোষ্ঠী তিকুনার সঙ্গে কাজ করে ফিরেছিলেন। ফলে তিনুকা উপজাতির মধ্যেও কেউ কেউ আক্রা'ন্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে