আন্তর্জাতিক ডেস্ক : "এই পরিস্থিতিতে মুসলিমদের নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। এটা রাজনীতি করার সময় নয়।" কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দিল্লীর নিজামউদ্দিনে তাবলীগ জামাত নিয়ে নাম না করে বিজেপিকে তোপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাশাপাশি করোনা মোকা'বিলায় মোদি সরকারের কাছ থেকে পুরোপুরি সাহায্য মিলছে না বলে ক্ষো'ভ উ'গরে দেন।
মুখ্যমন্ত্রী বলেন, "করোনা মোকা'বিলায় রাজ্য সর্বোতভাবে কাজ করার চেষ্টা করছে। কাজ করতে গেলে কিছু ভু'লভ্রা'ন্তি হয়। যারা কাজ করে তাদেরই ভুল হয়। জল তুলতে গেলে এক মগ জল পড়ে যেতেই পারে, তা নিয়ে দোষ ধরলে চলবে না।" তিনি জানান, এই পরি'স্থিতিতে রাজ্য রেশন পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। গোটা রাজ্য ক্ষ'তির মুখে, তারপরও রাজ্য আগামী ২ মাসের পেনশন দিচ্ছে, বেতন ঠিকভাবে দেওয়ার চেষ্টা করছে। কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করেন তিনি। কলকাতা পুলিশ প্রত্যেকদিন ৫০ ইউনিট রক্ত দিচ্ছে।
আইনশৃ'ঙ্খলার পাশাপাশি র'ক্তস'ঙ্কট মেটাতে কলকাতা পুলিস যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে, তার কৃতিত্ব স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বাংলা পুলিশের এই ভূমিকা মডেল।" মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সবরকম ব্যবস্থা নিচ্ছে। করোনা মোকা'বিলায় সময় না দিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে সব স্বাভাবিক হতে একটু সময় লাগবে। কিছু ক্ষেত্রে সময় লাগতেই পারে। সূত্র : জি নিউজ