শনিবার, ০৪ এপ্রিল, ২০২০, ১২:৫১:৩১

ইউরোপের মৃত্যুপুরী ইতালিতে আরও ৭৬৬ জনের মৃত্যু

ইউরোপের মৃত্যুপুরী ইতালিতে আরও ৭৬৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মহামা'রী রূপ নিয়েছে করোনা ভাইরাস। ইতোমধ্যে আক্রা'ন্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছে ৫৪ হাজারের বেশি। বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘা'তী এই ভাইরাস। চীনের মৃ'ত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭৬৬ জন করোনা ভাইরাস সং'ক্র'মিত কোভিড-১৯ রোগী মা'রা গেছেন। 

এ নিয়ে দেশটিতে করো'নায় সাড়ে ১৪ হাজরের বেশি মানুষ মা'রা গেলেন; যা বিশ্বে সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার দেশটিতে করোনায় ৭৬০ জনের মৃ'ত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৫৮৫ জনের দেহে করোনার উপস্থিতি শনা'ক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১৯ হাজার ৮৮৭ জন। ইতালিতে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী লোম্বার্ডি অঞ্চল। করোনার বিস্তার ঠে'কাতে দুই সপ্তাহের বেশি সময় ধরেই গোটা ইতালি অব'রু'দ্ধ। 

গতকাল লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। দেশটির মানুষ জ'রুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ইতালিতে করোনায় মৃ'ত্যুহার আশ'ঙ্কাজনকভাবে বাড়তে থাকায় উদ্বে'গ জানিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইতালি শিগগিরই করোনা সং'ক্র'মণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এরপর থেকেই সেখানে এই মহামা'রির প্রকো'প কিছুটা কমতে শুরু করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে