শনিবার, ০৪ এপ্রিল, ২০২০, ০১:০০:১৭

করোনাভাইরাস নিয়ে মুখ খুলে চাকরি হারালেন মার্কিন সেই ক্যাপ্টেন

করোনাভাইরাস নিয়ে মুখ খুলে চাকরি হারালেন মার্কিন সেই ক্যাপ্টেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে বরখাস্ত করা হয়েছে। কয়েকদিন আগে তিনি তার জাহাজে করোনাভাইরাসের প্রাদু'র্ভাব ছ'ড়িয়ে পড়ার কারণে জাহাজ থেকে নৌ সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিলেন।

সে সময় তিনি বলেছিলেন, “বিমানবাহী রণতরী থেকে সেনাদেরকে স'রিয়ে না নিলে এসব সেনা মা'রা যাবে। আমরা যেহেতু এখন যু'দ্ধ পরিস্থিতির মধ্যে নেই সেজন্য তাদেরকে বিনা কারণে মৃ'ত্যুর মুখে ঠে'লে দেয়ার কোনো যৌ'ক্তিকতা নেই। এ অবস্থায় ৫,০০০ সেনাকে জাহাজ থেকে স'রিয়ে নেয়া উচিত।”

ক্রোজিয়ার জানিয়েছিলেন, এরইমধ্যে বেশ কয়েকজন সেনার দেহে করোনাভাইরাসের অস্তি'ত্ব মি'লেছে এবং এই ভাইরাস দ্রু'তগতিতে জাহাজে ছ'ড়িয়ে পড়তে পারে। তার এই বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়। তিনি একটি চিঠিতে প্রশান্ত মহাসাগরীয় কমা'ন্ডকে জানিয়েছিলেন যে, থিওডোর রুজভেল্ট জাহাজে পর্যাপ্ত পরিমাণে কোয়ারেন্টিন এবং আইসোলেশনের সুবিধাও নেই; বর্তমান যে ব্যবস্থা আছে তাতে করোনাভাইরাস নির্মূ'ল করা সম্ভব হবে না।

এই খবর প্রকাশের পর বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী থমাস মোডলি ঘোষণা করেছেন যে, ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে দায়িত্ব থেকে অব্যাহ'তি দেয়া হয়েছে। পেন্টাগনের এক সংবাদ ব্রি'ফিংয়ে তিনি এ কথা জানান।

মোডলি বলেন, কমান্ডারকে এই গো'পন চিঠি ফাঁ'স করার জন্য বরখাস্ত করা হয় নি বরং তাকে বরখাস্ত করা হয়েছে দায়িত্ব পালনের ব্যাপারে তার আ'স্থার ঘা'টতি জন্য। সূত্র: বিবিসি, সিএনএন, এনবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে