শনিবার, ০৪ এপ্রিল, ২০২০, ০৭:৩০:৪০

দাওয়াত করে ১৫০০ জনকে খাওয়ালেন করোনায় আক্রা'ন্ত দুবাই ফেরত ব্যক্তি!

দাওয়াত করে ১৫০০ জনকে খাওয়ালেন করোনায় আক্রা'ন্ত দুবাই ফেরত ব্যক্তি!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের মোরেনা থেকে দুবাইতে চাকরি করতে গিয়েছিলেন সুরেশ নামে এক ব্যক্তি। সেখানে তিনি ওয়েটারের কাজ করতেন। ১৭ মার্চ তিনি বাড়ি ফেরেন। ২০ মার্চ তার মায়ের শ্রাদ্ধে নিমন্ত্রিত হয়ে আসেন দেড় হাজার মানুষ। ২৫ মার্চ সুরেশের দেহে করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পায়। 

তার চারদিন বাদে তিনি হাসপাতালে যান। করোনা টেস্টে মেলে পজিটিভ। গত বৃহস্পতিবার তার স্ত্রী ও ছেলের দেহেও করোনা পজিটিভ মিলেছে। তাদের রাখা হয়েছে কোয়ারান্টাইনে। সুরেশের মায়ের শ্রাদ্ধে যেখানে লোক খাওয়ানো হয়েছিল, সেই এলাকাটি কোভিড হটস্পট বলে চি'হ্নিত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে সেই এলাকা। সুরেশের ২৩ জন আত্মীয়ের করোনা ভাইরাস টেস্ট করা হয়েছিল। তাদের মধ্যে ১০ জনের শরীরে পজিটিভ মিলেছে। 

মোরেনার চিফ মেডিকেল অফিসার আর সি বান্দিল জানান, ভারতে আসার আগে দুবাইয়েই সুরেশের করোনা টেস্ট হয়েছিল। তখন তার শরীরে ওই রোগের লক্ষণ ধ'রা পড়েনি। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১৫৪ জন কোভিড ১৯ রোগে আক্রা'ন্ত হয়েছেন।

শনিবার সকালে ভারতের স্বাস্থ্যমন্ত্রনালয় জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় ৬০১ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০২। এ যাবৎ মৃত্যু হয়েছে ৬৮ জনের। এর মধ্যে গত একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের। ক্র'মশ আক্রা'ন্তের সংখ্যা যে বাড়বে সে ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় ও আইসিএমআর আগেই ই'ঙ্গিত দিয়েছিল। 

কারণ একে তো সং'ক্র'মণ কমবেশি ছড়িয়েছে। দ্বিতীয়ত, যত বেশি সংখ্যক মানুষকে একদিনে টেস্ট করা যাবে তত বেশি আক্রা'ন্তের খোঁজ পাওয়া যাবে। গতকাল একদিনে প্রায় ১২ হাজার মানুষের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে দেশের বিভিন্ন ল্যাবে। আইসিএমআর এর কর্তারা বলছেন, আক্রান্তের সংখ্যা এ ভাবে বেড়ে যাওয়া একদিকে উদ্বে'গের। আবার অন্যদিক থেকে ইতিবাচক। 

যত তাড়াতাড়ি জানা যাবে, কারা করোনা আক্রা'ন্ত তত দ্রুত তাদের আইসোলেশনে রেখে সং'ক্র'মণের শৃঙ্খল ভাঙা যাবে। তবে গত কয়েকদিনে আক্রা'ন্তের সংখ্যা দুম করে বেড়ে যাওয়ার নেপথ্যে দিল্লির তবলিঘি জামাতের জমায়েতের দিকে আঙুল তুলছেন অনেকেই। কারণ, দেখা যাচ্ছে দক্ষিণের বিভিন্ন রাজ্যে নতুন করে যারা আক্রা'ন্ত হয়েছেন তাদের মধ্যে অনেকের মরকজ-যোগ রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে