রবিবার, ০৫ এপ্রিল, ২০২০, ০৫:৪৯:৪৮

ত্রাণ নিয়ে যাওয়া ভারতীয় বিমানকে আকাশসীমা ছেড়ে দিয়ে পথ দেখালো পাকিস্তান!

ত্রাণ নিয়ে যাওয়া ভারতীয় বিমানকে আকাশসীমা ছেড়ে দিয়ে পথ দেখালো পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের মাঝে বৈ'রিতা জন্ম থেকেই। তবে এবার করোনায় কাছে এনেছে প্রতিবেশী দেশ দুটিকে। বালাকোট এয়ারস্ট্রাইকের পর থেকেই ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানকেও নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ইসলামাবাদ। সেই পাকিস্তানই এবার সম্পূর্ণ উল্টো পথে। 

ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানকে নিজেদের আকাশসীমা ছাড়লই, উল্টে দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য দেখিয়ে দিল শর্ট-কাট রুট। 'তোমাদের জন্য আমরা গর্বিত', পাক এয়ার কন্ট্রোল অপারেটরের মুখে শোনা গেল এমনই কথা। গত ২ এপ্রিল মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার দু'টি বিশেষ বিমান। ফ্রাঙ্কফুর্ট যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করলে ঘুরপথে যাওয়ার প্রয়োজন পড়ে না।

এয়ার ইন্ডিয়ার অফিসার জানিয়েছেন, এই দু'টি বিমানে প্রচুর পরিমাণে চিকিৎসার সরঞ্জাম ও অন্যান্য রসদ ছিল যা করোনা-আক্রা'ন্ত কয়েকটি দেশে পৌঁছে দেওয়ার কথা ছিল। তাছাড়া ভারতে আ'টকে পড়া ইউরোপীয় নাগরিকদেরও ওই দুটি বিমানে চাপিয়েই তাদের দেশে পৌঁছে দিতে নিয়ে যাওয়া হচ্ছিল।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমায় পৌঁছে প্রথমে তাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। পাক এটিসি থেকে প্রথমে কোনও সাড়া না পেলেও, কিছুক্ষণের মধ্যেই তারা উত্তর দেয়। প্রথমে এয়ার ইন্ডিয়ার পাইলটদের সৌজন্য বার্তা ও পরে জানানো হয় দেশে দেশে ভারতের এই ত্রাণ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা দেখে তারা গর্বিত। ইরানের এয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেও সাহায্য করে পাকিস্তান। শুধু তাই নয় দ্রুত পৌঁছবার জন্য করাচির কাছ ঘেঁষে শর্ট-কাট রুটও দেখিয়ে দেয় তারা।

এয়ার ইন্ডিয়ার এক অফিসার বলেছেন, 'যে পথ পাড়ি দিতে আমাদের ৯ ঘণ্টা ১৫ মিনিট সময় লাগত, সেই পথই যেতে সাড়ে আট ঘণ্টা সময় লাগে। পাক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ধন্যবাদ।' বিমান বাহিনী ছাড়াও দেশে দেশে করোনা মোকাবেলার রসদ পৌঁছে দিতে এয়ার ইন্ডিয়ার ১৮টি চাটার্ড বিমানকে কাজে লাগানো হয়েছে। চীনে বিপুল পরিমাণে চিকিৎসার সরঞ্জাম ও সে দেশে আ'টকে পড়া ভারতীয়দের উ'দ্ধার করে এনেছে এয়ার ইন্ডিয়ার বিমান। 

ভারতে আ'টকে পড়া জার্মানি, ফ্রান্স, ইরান ও কানাডার নাগরিকদের নিজেদের দেশে ফিরিয়েও নিয়ে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান। আগামী ৯ এপ্রিল পর্যন্ত দিল্লি থেকে সাংঘাইতে চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দিতে যাতায়াত করবে এয়ার ইন্ডিয়ার কার্গো ফ্লাইট। উল্লেখ্য, ভারত নিজেও করোনায় ভ'য়াল থা'বায় বি'পর্য'স্ত। দেশটিতে এরই মধ্যে করোনায় আ'ক্রা'ন্ত হয়েছে ৩ হাজার ৫৮৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৯ জনের। সূত্র- ইন্ডিয়া টুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে