রবিবার, ০৫ এপ্রিল, ২০২০, ০৮:২০:২৭

ভারতে আটকে পড়া ৫০০ বাংলাদেশিকে প্রতিদিনই দুই বেলা খাবার দিচ্ছেন ডা. দেবী শেঠী

ভারতে আটকে পড়া ৫০০ বাংলাদেশিকে প্রতিদিনই দুই বেলা খাবার দিচ্ছেন ডা. দেবী শেঠী

আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছরই চিকিৎসা নিতে ভারতে যান অনেক বাংলাদেশি। এবার চিকিৎসা নিতে গিয়ে ভারতে আ'টকে পড়েছেন অনেক বাংলাদেশি। মূলত প্রাণঘা'তী করোনাভাইরাসের কারণে উদ্ভূ'ত পরিস্থিতিতে ভারতে আ'টকে পড়েছেন কয়েকশ বাংলাদেশি নাগরিক।

এবার তাদের খাবার দিয়ে পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠী ও নারায়ণা হৃদয়ালয়া হাসপাতাল। ৫০০ বাংলাদেশিকে প্রতিদিনই দুই বেলা খাবার দিচ্ছেন তিনি। ভারতে আ'টকা পড়া বিজয় কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা ডা. দেবী শেঠীকে আমাদের এই আ'টকে পড়া বাংলাদেশিদের দুঃ'খ-ক'ষ্টের কথা জানাতে সক্ষ'ম হই। অতঃপর দেবী শেঠী তার হাসপাতালের আশপাশে আ'টকে পড়া ৫০০ বাংলাদেশিকে দুপুর ও রাতের খাবারের দায়িত্ব নিয়েছেন এবং শুক্রবার (৩ এপ্রিল) থেকে আমরা প্রত্যেকে নিজ নিজ হোটেলে বসেই দু’বেলার খাবার পাচ্ছি।

আরও কিছু বাংলাদেশি আছে যারা হোটেল মালিকদের আন্তরিকতা বা অ'জ্ঞতার কারণে তালিকাভু'ক্ত হয়নি। তাদের জন্যও অনুরোধ করা হয়েছে। আশা করি সমাধান হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে