রবিবার, ০৫ এপ্রিল, ২০২০, ০৯:১২:০৪

দিল্লির তাবলিগ জামাত নিয়ে বিশেষ বার্তা দিল দেওবন্দ মাদ্রাসা

দিল্লির তাবলিগ জামাত নিয়ে বিশেষ বার্তা দিল দেওবন্দ মাদ্রাসা

আন্তর্জাতিক ডেস্ক : তাবলিগ জামাতের সমাবেশে যোগ দেয়া বড় একটা অংশ করোনা ভাইরাসে আক্রা'ন্ত বলে যে প্রচার চালানো হচ্ছে সেটিকে ধর্মীয় বিদ্বে'ষ বলে আ'খ্যায়িত করেছে ভারতের প্রভা'বশালী ধর্মীয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। করোনাকে ধর্মীয় সহিং'সতায় ব্যবহার করা অত্যন্ত নি'ন্দনীয় ও ঘৃ'ণিত কাজ বলে মন্তব্য করে শনিবার দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানী একটি বিবৃতি দেন।

দেওবন্দ মাদ্রাসার ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ''নিজামুদ্দিন মারকাজকে কেন্দ্র করে সম্প্রতি যে জলঘোলা পরি'স্থিতির সৃষ্টি করা হয়েছে, এটি অবশ্যই নি'ন্দনীয়। বৈশ্বিক এই সঙ্ক'টকালেও কিছু নীতি ভ্র'ষ্ট মানুষ করোনা ভাইরাসকে ধর্মীয় সহিং'সতায় ব্যবহার করতে চাচ্ছেন; আমরা জো'রালো ভাষায় এর নি'ন্দা ও প্রতিবাদ জানাই।

ভারতীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বিবৃতিতে বলা হয়, আশা করছি সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করবে এবং যারা করোনা ভাইরাসকে ধর্মীয় বিরো'ধ ও সংঘা'তে ব্যবহার করতে চাচ্ছে, তাদের ব্যাপারে ক'ঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ''বিশেষত দেশ এবং দেশের বাইরের যারা করোনায় আক্রা'ন্ত হয়েছেন, তাদের প্রতি আইনি ব্যবস্থার আগে মানবতার পরিচয় দেয়া হবে বলে আমরা আশা করছি।''

বিবৃতিতে তাবলিগ জামাতের যে সদস্যরা ১ মার্চের পরে দিল্লির নিজামুদ্দিন মারকাজে অবস্থান করেছিল, তাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করে নেয়ারও আহ্বান জানানো হয়। নিজামুদ্দিনের ঘটনায় ভারতীয় মিডিয়া বিদ্বে'ষ ছড়াচ্ছে অভিযো'গ করে দেওবন্দের প্রিন্সিপাল বলেন, আমরা এ জাতীয় বিদ্বে'ষ ছড়ানোর তী'ব্র নি'ন্দা জানাই। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এ জাতীয় বি'দ্বে'ষ যে মিডিয়াগুলো ছড়িয়েছে, তাদের বি'রু'দ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে