রবিবার, ০৫ এপ্রিল, ২০২০, ১১:৪৫:২৮

বাজি-উল্লাস-বাতিতে ৯ মিনিটের করোনা 'দীপাবলি'তে মাতলো ভারতবাসী

বাজি-উল্লাস-বাতিতে ৯ মিনিটের করোনা 'দীপাবলি'তে মাতলো ভারতবাসী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সময় রাত ন'টায় ৯ মিনিট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আহ্বান জানিয়েছিলেন শুক্রবার। প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে ৯ মিনিটের অকাল দীপাবলিতে মাতলো গোটা দেশবাসী। ঘড়ির কাঁটায় রাত ৯ টা বাজতেই নিভে গেল আলো। জ্বলে উঠল মোমবাতি, প্রদীপ, টর্চ জ্বা'লিয়ে অকাল দীপাবলি। 

করোনা ভাইরাসের মো'কাবিলায় দেশবাসীকে এক সূত্রে বাঁধতে রবিবার ঠিক রাত ৯ টা থেকে বৈদ্যুতিক আলো নিভিয়ে বাড়ির বারান্দায়, ব্যালকনিতে দাঁড়িয়ে ৯ মিনিট ধ'রে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের আলো জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন মোদি। এ দিন রাত ৯ টা বাজতেই বৈদ্যুতিক বাতি নেভানোর ছবি গোটা দেশে। বাসিন্দারা বাড়ির ব্যালকনি বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, টর্চ, প্রদীপ জ্বালান দেশবাসী। 

সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের ছবিটাও প্রায় একই। রাজ্যে ঠিক ৯ টার সময় নিভে যায় রাজভবনের আলো। জ্বলে ওঠে মোমবাতি। রাজ্যপাল জগদীপ ধনখড়ও সস্ত্রীক বেরিয়ে আসেন রাজভবনের সামনে। গত ২২ মার্চ জনতা কার্ফুর দিন তালি-থালি বাজিয়ে দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ করার আহ্বান জানিয়েছিলেন প্রধামনমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ওই মোদীর আহ্বানে সাড়া দিতে অনেকেই দল বেঁধে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন।

কিন্তু যেখানে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, সেখানে এ ভাবে দল বেঁধে বেরিয়ে পড়ায় আঁৎকে উঠেছিল দেশবাসী। যেখানে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, সেখানে এ ভাবে দল বেঁধে বেরিয়ে পড়়ায় আরও সং'ক্র'মণ বাড়ার আশ'ঙ্কা তৈরি হয়েছিল।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে