সোমবার, ০৬ এপ্রিল, ২০২০, ০৫:০৭:১০

করোনার বিরু'দ্ধে লম্বা ল'ড়াইয়ে ক্লান্ত হওয়া যাবে না, জিততেই হবে: মোদি

করোনার বিরু'দ্ধে লম্বা ল'ড়াইয়ে ক্লান্ত হওয়া যাবে না, জিততেই হবে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সং'ক্রমণ ঠে'কাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। আগামী ১৪ এপ্রিল এটি শেষ হওয়ার কথা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে লকডাউনের সময়সীমা আরো বাড়ার ই'ঙ্গিত মিললো। তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বললেন, এই যু'দ্ধটা অনেক লম্বা এবং এতে জিততেই হবে।

গতকাল রোববার করোনা ভাইরাসের বিরু'দ্ধে লড়া'ইয়ে একতা প্রকাশ করে ৯ মিনিট মোমবাতি, প্রদীপ জ্বালায় লাখ লাখ ভারতবাসী। লকডাউনেও ভালোভাবে সাড়া দিচ্ছে তারা ঘরে থেকে। প্রয়োজন ছাড়া খুব একটা বাইরে দেখা যাচ্ছে না ভারতবাসীকে। এভাবেই করোনার বিরু'দ্ধে দৃঢ়প্রতি'জ্ঞ হয়ে ল'ড়াই করতে হবে বললেন মোদি।

ভারতে এখন পর্যন্ত আক্রা'ন্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১০৯ জনের। যু'দ্ধ জয়ের আত্মবি'শ্বাস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ''করোনা ভাইরাস মহামা'রির বিরু'দ্ধে এটা লম্বা একটা যু'দ্ধ। কিন্তু এই যু'দ্ধে আমাদের ক্লান্ত হওয়া চলবে না কিংবা থেমে যাওয়া যাবে না। আমাদের বিজয়ী হতেই হবে। এই দেশের এখন একটাই লক্ষ্য এবং একটাই প্রতিজ্ঞা- এই যু'দ্ধে জিততে হবে।''

এই রোগের গুরুত্ব যে ভারতবাসী বুঝতে পেরেছে তা স্বস্তি দিচ্ছে মোদিকে। বিশ্বের কাছে ভারত দৃষ্টা'ন্ত তৈরি করেছে মনে করেন তিনি, ''করোনা ভাইরাস মো'কাবিলায় ভারতের প্রচেষ্টা এখন বিশ্বের সামনে একটা দৃষ্টান্ত। এই রোগ কত গুরুতর সেটা বুঝতে পারা দেশগুলোর একটি হলো ভারত এবং আমরা সময়মতো যু'দ্ধে নেমেছিলাম। ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে এবং মাঠে সেগুলো প্রয়োগ করেছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে