মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ০৬:৫৯:৩১

লকডাউনে জোরে জোরে কথা বলায় পাঁচ জনকে গু'লি করে হ'ত্যা

লকডাউনে জোরে জোরে কথা বলায় পাঁচ জনকে গু'লি করে হ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউনে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে। কোথাও অর্থনীতি, কোথাও রাজনীতি, কোথাও লেখাপড়ার সামগ্রিক অবস্থার উপরে কতটা প্রভাব এবার পড়তে পারে, তা নিয়ে গভীর চিন্তায় অনেকেই। এরই মাঝে রাশিয়ার এক ব্যক্তির আচরণে মানুষের মানসিক অবস্থা নিয়েও চিন্তা বাড়ল অনেকের। 

সামান্য কারণে ৫ জনকে গু'লি করে হ'ত্যার অ'ভিযো'গ উঠেছে পশ্চিম রাশিয়ার রায়াজান অঞ্চলে, ইয়েলাতমার গ্রামে এক ব্যক্তির বি'রু'দ্ধে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত ব'ন্দুকবাজ আনন্ত ফ্রাঞ্চিকভ (৩১)কে খু'নের অভিযোগে গ্রেফতার করেছে। কী সেই কারণ, যা ফ্রাঞ্চিকভকে বাধ্য করল এই অ'দ্ভু'ত আচরণ করতে! লকডাউনের মধ্যে কয়েক জন ওই ফ্রাঞ্চিকভের বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছিলেন। 

শুনশান রাস্তায় অত জোরে কথাবার্তায় মেজা'জ হা'রিয়ে ফেলেন তিনি। ঘর থেকে লাইসেন্সড বন্দুক এনে সটান চলিয়ে দেন। ঘটনাস্থালেই ৪ জন পুরুষ ও একজন মহিলার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ফ্রাঞ্চিকভ প্ৰথমে তার ওই পাঁচ প্রতিবেশীকে আস্তে কথা বলার অনুরোধ করেন, পরে চুপ করতেও বলেন। কিন্তু ওই পাঁচজন সে কথায় কান না দিয়ে জোরে জোরে কথা চালিয়ে যান। 

তখনই মাথা ঠিক রাখতে পারেননি অভিযুক্ত। জে’রায় নিজের দোষ কবুল করেছেন তিনি। যদিও পুলিশকে তিনি জানিয়েছেন, আ'ত্মর'ক্ষার্থেই তিনি গু'লি চালিয়েছিলেন। রাশিয়ার পুলিশ ঘটনার তদ'ন্ত শুরু করেছে। আনন্ত ফ্রাঞ্চিকভের স্ত্রী স্থানীয় এক হাসপাতালের ডাক্তার। স্বামীর এহেন কাণ্ডকারখানা তাকেও অবা'ক করেছে! এখনও পর্যন্ত রাশিয়ায় করোনায় আক্রা'ন্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের, ৬৩০০ জন এই ভাইরাসে আক্রা'ন্ত সেখানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে