মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ০৭:৩৬:৩০

ফের করোনা আত'ঙ্কে চীন, ছড়াতে পারে রুশ সীমান্ত দিয়ে

ফের করোনা আত'ঙ্কে চীন, ছড়াতে পারে রুশ সীমান্ত দিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী এখন এক আত'ঙ্কের নাম করোনাভাইরাস। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধ'রা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকো'প ছ'ড়িয়ে পড়েছে। প্রাণঘা'তী এই ভাইরাসে লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে আক্রা'ন্ত ও মৃ'ত্যুর সংখ্যা।

উৎপত্তি'স্থল হলেও শুরুর তা'ণ্ডবের পর করোনাভাইরাস মহামা'রি অনেকটাই নিয়'ন্ত্রণে এনেছে চীন। তবে কয়েকদিন ধ'রে দেশটিতে আবারও বাড়তে শুরু করেছে এর সং'ক্রমণ। সেক্ষেত্রে নতুন রোগীদের সিংহভাগই বহিরাগত; বিশেষভাবে বললে, উত্তরপূর্বাঞ্চলীয় রাশিয়া সীমা'ন্ত দিয়েই ঢু'কছে করোনাভাইরাস।

চীনের সর্বউত্তরের প্রদেশ হেইলংজিয়াংয়ের সঙ্গে রাশিয়ার বিশাল স্থলসীমা'ন্ত রয়েছে। ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে এ সীমা'ন্ত দিয়ে নিয়মিতই বহু মানুষ যাতায়াত করেন। এছাড়া, কিছুদিন আগে রাশিয়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়ায় এই সীমা'ন্তটাই হয়ে উঠেছে যাতায়াতের প্রধান রুট।হেইলংজিয়াংয়ের স্বাস্থ্য কমিশনের ত'থ্যমতে, গত একমাসে এ প্রদেশে অন্তত ৬০ জন বহিরাগত রোগী শনা'ক্ত হয়েছেন। এদের মধ্যে একজন বাদে বাকি সবাই রাশিয়ার ভ্লাদিভস্তোক শহর থেকে গাড়িতে চ'ড়ে ফিরেছেন। এর আগে তারা ছিলেন মস্কোতে, যেখানে প্রায় তিন হাজার মানুষ করোনায় আক্রা'ন্ত হয়েছেন। বহিরাগত ৫৯ রোগীই চীনা নাগরিক।

সারাবিশ্বের মতো রাশিয়াতেও করোনার সং'ক্রমণ বা'ড়ছে। ইউরোপ-আমেরিকার চেয়ে অনেক কম হলেও গত কয়েকদিনে দেশটিতে দ্রু'ত বাড়ছে আক্রা'ন্তের সংখ্যা। রাশিয়ায় এ পর্যন্ত ৪৭ জন করোনায় মা'রা গেছেন। সোমবার নতুন রোগী শনা'ক্ত হয়েছেন ৯৫৪ জন। এ নিয়ে সেখানে মোট আক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৩ জন।

মহামা'রির প্রথম ধা'ক্কা সামাল দিতে পারলেও চীনে নতুন করে বহিরাগতদের মাধ্যমে বিপ'র্যয় তৈরি হতে পারে বলে আশ'ঙ্কা করছেন বিশেষ'জ্ঞরা। একারণে বিদেশে যে যেখানেই আছেন, তাদের আপাতত দেশে না ফেরার অনুরোধ জনিয়েছে বেইজিং।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে