মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ০৮:০৮:০০

'শুধু কালো জিরা ও মধু খেয়ে আমি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছি'

'শুধু কালো জিরা ও মধু খেয়ে আমি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছি'

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার ওয়ো রাজ্যের গভর্নর সেয়ি মাকিন্দে করোনায় আ'ক্রা'ন্ত হয়েছিলেন। গত সপ্তাহেই ধ'রা পড়ে তিনি করোনায় আ'ক্রা'ন্ত ছিলেন। কিন্তু এখন তিনি করোনা মু'ক্ত। করোনার হাত থেকে বেঁ'চে ফিরেছেন। পরে সোমবার তিনি জানিয়েছেন, কি করে করোনার সঙ্গে যু'দ্ধ করেছেন। কি ধরনের খাবার তিনি খেয়েছেন।

করোনায় আ'ক্রা'ন্ত হওয়ার পর থেকেই তিনি আইসোলেশন ছিলেন। করোনার সঙ্গে যু'দ্ধ করেছেন। অবশেষে তিনি জয় পেয়েছেন। তিনি জানিয়েছেন, শুধু কালো জিরা আর মধু খেয়েই তিনি করোনা থেকে সুস্থ হয়েছেন। করোনার হাত থেকে বাঁচতে শরীরের ইমিউনিটিকে শ'ক্তিশা'লী করার কথা বলেন তিনি। তিনি বলেন, ইমিউনিটিকে শ'ক্তিশা'লী করার উপাদান আমাদের হাতের কাছেই রয়েছে।

গভর্নর সেয়ি মাকিন্দে বলেন, ওয়ো রাজ্যের স্বাস্থ্যসেবা বোর্ডের নির্বাহী সচিব ড. মাইদেন ওলাতুনজি আমার হাতে কালো জিরা তুলে দেন। তার সঙ্গে মধু মিশিয়ে দেন তিনি। আমি সেটা খেয়েছি। আর এই প্রাকৃতিক উপাদানগুলোই ইমিউনিটিকে শ'ক্তিশালী করে আর করোনা ভাইরাস নি'র্মূ'ল করে।

তিনি বলেন, মাইদেন ওলাতুনজি কালো জিরা আর মধুর মিশ্রণটি সকালে একবার ও সন্ধ্যায় একবার খেতে বলেন। আমি সেই উপদেশ মেনে চলেছি। আমি এখন ঠিক আছি। সুস্থ অনুভব করছি। আমি এখন করোনা মু'ক্ত। আমি বলতে চাই, করোনার এই সময়ে আ'ত'ঙ্কি'ত হলে চলবে না। চিকিৎসকের উ'পদেশ মেনে চললে অতি দ্রু'ত সু'স্থ হওয়া যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে