মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২০, ০৮:২২:৫০

লকডাউনে সিগারেট শেষ, পায়ে হেঁটে ফ্রান্স থেকে স্পেনের পথে যুবক!

লকডাউনে সিগারেট শেষ, পায়ে হেঁটে ফ্রান্স থেকে স্পেনের পথে যুবক!

আন্তর্জাতিক ডেস্ক : ভ'য়াল করোনা ভাইরাসের বিস্তা'র ঠে'কাতে লকডাউন হয়ে গেছে বিশ্বের অধিকাংশ দেশ। দোকানপাট বন্ধ। তাই বলে তো আর নেশা থেমে থাকে না! লকডাউন চলছে, এরই মধ্যে সিগারেট শেষ হয়ে গেছিল এক ফরাসি যুবকের। তাই কম পয়সায় অনেক সিগারেট মজুত করতে পাহাড় ডিঙিয়ে ফ্রান্স থেকে স্পেনের দিকে হাঁটছিলেন ওই যুবক। তাতেই ঘটল বি'পত্তি।

পাহাড়ের জঙ্গলে অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। তাকে হেলিকপ্টার নিয়ে গিয়ে উ'দ্ধার করে ফ্রান্সের মাউন্টেন পুলিশ। ভর্তি করা হয় হাসপাতালে। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে আপাতত ভাল আছেন ওই যুবক। তবে লকডাউন ভা'ঙার অ'পরা'ধে ওই যুবককে ১২০ পাউন্ড জরি'মানা করেছে ফ্রান্সের প্রশাসন। পিরেনিস পর্বত পেরিয়ে ফ্রান্স থেকে স্পেনে যাচ্ছিলেন ওই যুবক। গন্তব্য ছিল নিউ ক্যাটালোনিয়ার লা জাঙ্কারা। 

সেখানে নাকি সস্তায় সিগারেট পাওয়া যায়। অনেকটা পথ অতি'ক্রম করলেও শেষপর্যন্ত পিরেনিস পর্বত অতি'ক্রম করতে গিয়ে সম'স্যায় পড়েন ওই যুবক৷ পাহাড়ের প্রায় খাদের সামনেই জ্ঞান হা'রান তিনি৷ করোনার বিস্তার ঠে'কাতে ইউরোপের দেশে দেশে এখন লকডাউন। স্পেনের অবস্থা তার মধ্যে ভ'য়াব'হ। ইতালির পর স্পেনেই আক্রা'ন্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। আর সেই মৃত্যুপুরী স্পেনের উদ্দেশেই হাঁটতে শুরু করেছিলেন এই যুবক। সূত্র- সিএনএন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে