আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃ'ত্যু হয়েছে। ভাইরাসটিতে এ নিয়ে দেশটিতে সর্বমোট মৃ'ত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বরাতে এনডিটিভির খবরে দাবি করা হয়, ভারতে কোভিড-১৯ ভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ মার্চ ২১ দিনের লকডাউন ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা শেষ হবে আগামী ১৪ এপ্রিল। করোনার পরীক্ষা বাড়ানোর প্রতিই এখন জোর দিচ্ছে ভারতীয় সরকার।
এদিকে নভেল করোনাভাইরাস সং'ক্রমণের পর প্রথম যে দিনে চীনে কোনো রোগীর মৃ'ত্যু ঘটেনি, সেদিনই সর্বাধিক মৃ'ত্যু দেখল মহামা'রীর নতুন কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে হিসাব নিয়মিত প্রকাশ করছেন, তাতে যুক্তরাষ্ট্রে এক দিনেই ১৮৫৮ জনের মৃ'ত্যু হয়েছে।
মৃ'ত্যুর রেকর্ড হয়েছে নিউইয়র্ক শহরেও। সেখানে ২৪ ঘণ্টায় আটশর বেশি মানুষের প্রাণ গেছে। গত ১৪ মার্চ নিউইয়র্ক রাজ্যে কোভিড-১৯ এ প্রথম মৃ'ত্যুর পর একদিনে এত মানুষের মৃ'ত্যু আর ঘটেনি।
নিউইয়র্ক রাজ্যে করোনাভাইরাসে মৃ'তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। আ'ক্রা'ন্তের সংখ্যা পেরিয়েছে ১ লাখ ৪০ হাজার। শুধু নিউইয়র্ক শহরেই মৃ'তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে বলে জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ পরিসংখ্যানে তথ্য মিলছে।