বুধবার, ০৮ এপ্রিল, ২০২০, ০৪:৫৭:৪২

করোনা থেকে মুক্তি পেতে ম'দ্যপানে ৬০০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ৩০০০

করোনা থেকে মুক্তি পেতে ম'দ্যপানে ৬০০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ৩০০০

আন্তর্জাতিক ডেস্ক: মা'রণ ভাইরাস করোনা থেকে মু'ক্তি খুঁ'জছে সারা বিশ্ব। কিন্তু অ'জ্ঞতার ব'শে করোনা থেকে মু'ক্তি পেতে ম'দ্যপান করে প্রা'ণ গেল ৬০০ জনের। হাসপাতালে ভর্তি প্রায় ৩০০০ জন। ঘ'টনাটি ঘ'টেছে ইরানে। মধ্যপ্রাচের দেশগুলির মধ্যে ইরানে সবচেয়ে বেশি থা'বা ব'সিয়েছে এই করোনাভাইরাস।

অ্যা'লকো'হল মু'ক্তি দিতে পারে করোনা থেকে। এই বিশ্বাসেই উচ্চ ঘন'ত্বযু'ক্ত অ্যা'লকো'হল পান করেন কয়েক হাজার মানুষ। যার ফলে প্রাণ গেছে ৬০০ জনে। মৃ'ত্যুর সঙ্গে ল'ড়াই করছেন আরও তিন হাজার জন। 

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) এমনটাই জানিয়েছেন ইরানের জুডিসিয়াল প্রবক্তা গোলাম হোসেন ইসমাইলি। তিনি বলেন, ‘সংখ্যাটি খুব বেশি এবং আমাদের প্রত্যাশার বাইরে। অ্যা'লকো'হল সে'বন নি'রাময় নয়, এটা মা'রাত্ম'ক হতে পারে।’ তিনি আরও জানান, ‘এর সঙ্গে জ'ড়িত প্রচুর লোককে গ্রে'ফতার করা হয়েছে৷ এতগুলো মানুষের মৃত্যু ও অপ'রাধমূ'লক কাজের জন্য তাদের অবশ্যই জবা'বদি'হি করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে