বুধবার, ০৮ এপ্রিল, ২০২০, ১০:৫১:১৬

৭৬ দিন পর লকডাউন উঠল!‌ স্বাভাবিক ছন্দে করোনার আতুঁরঘর চীনের উহান

৭৬ দিন পর লকডাউন উঠল!‌ স্বাভাবিক ছন্দে করোনার আতুঁরঘর চীনের উহান

আন্তর্জাতিক ডেস্ক : ‌ছন্দে ফিরছে করোনার আতুঁরঘর চীনের উহান। প্রায় ৭৬ দিন পর লকডাউন উঠল সেখানে। বুধবার থেকেই সেখানকার নাগরিকরা ফের বাইরে বেরতে পারবেন। জানিয়ে দিল চীন প্রশাসন। ফের খুলবে বাজার শপিং মল। ছুটবে গাড়ি। বুধবার সকাল থেকেই সেখানে ট্রেন চলাচল শুরু হয়েছে। দিনটিকে স্মরনীয় করার প্রস্তুতিও নিয়েছে প্রশাসন।

গোটা শহরে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড দিয়ে সাজানো হয়েছে। ডাক্তার ও নার্সদের অদম্য লড়া'ইয়ের ছবিও ঝোলানো হয়েছে এদিক–সেদিক। সেই সঙ্গে চীনের পতাকাও উত্তোলন করা হয় শহরের বিভিন্ন প্রান্তে। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। উহানের হুবেইতে শুরু হয়েছে ব্যবসা–বাণিজ্য। আজ থেকে অনুমতি পত্র ছাড়া হুবেইয়ের প্রায় ১১ লক্ষ নাগরিককে রাস্তায় বের হওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই হুবেই প্রদেশের কোনও নাগরিকই নাকি আর সং'ক্র'মিত নন!‌ তারা সকলেই সুস্থ। সেই জানুয়ারি মাস থেকে লকডাউনে জেরবার ছিল চীনের এই শহর। ইয়াং নদীর তীরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সম্মানার্থে তাদের ছবি রেখে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং চীনের উহানকে 'বীরত্বের শহর' বলেছেন। সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে