বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ০৫:০০:৫২

''খুবই ভ'য়াব'হ দৃশ্য, মৃ'তদেহ গোনা এখন ছেড়ে দিয়েছি''

''খুবই ভ'য়াব'হ দৃশ্য, মৃ'তদেহ গোনা এখন ছেড়ে দিয়েছি''

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকানদের গর্বের শহর নিউ ইয়র্ক। কিন্তু গত কয়েক সপ্তাহে এই শহরের চেহারা নাটকীয়ভাবেই বদলে গেছে। পুরো শহর এখন যেন 'মৃত্যুপুরী'তে রূপ নিয়েছে। নিউইয়র্কের দুই বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সের কাছে টেলিফোনে এমনটাই বর্ণনা দিয়েছেন। নিউইয়র্কের ব্রুকলিন অ্যাপার্টমেন্টের বাসিন্দা ২৮ বছরের অ্যালিক্স মন্টেলিওন ও তার প্রেমিক মার্ক কজলো।

করোনার কারণে ঘরব'ন্দি জীবন তাদের। প্রিয় শহরটা কেমন আছে দেখতে অবশ্য জানালা খোলা রেখেছেন তারা। জানালা দিয়ে উইকওফ হাইটস মেডিকেল সেন্টারে যা ঘটছে তা স্পষ্ট দেখতে পাচ্ছেন মন্টেলিওন ও কজলো। তার বর্ণনা দিতে গিয়ে মন্টেলিওন বলেন, ''আমরা শুনতে পাচ্ছি বাইরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, যা থেকেই ধারণা করতে পারি, ভিতরের পরি'স্থিতি কতটা খা'রাপ। কত মৃ'তদেহ ওখান থেকে বেরিয়ে এলো তা গোনা এখন ছেড়ে দিয়েছি। এটা খুবই ভ'য়াব'হ দৃশ্য। কিন্তু এটাই বাস্তব।''

১৯ বছর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভ'য়াব'হ সন্ত্রাসী হা'মলা দেখেছিল এই শহর। আল কায়েদার সেই বিমান হা'মলায় মৃ'ত্যু হয়েছিল ২ হাজার ৯৭৭ জনের। সেই হা'মলার জবাব দিয়েছে পেন্টাগন। কিন্তু করোনার জবাব? এ যে অদৃ'শ্য শ'ত্রু! শহরের সেন্ট্রাল পার্কসহ বিভিন্ন জায়গায় হাসপাতাল তৈরি করা হয়েছে। আর তার বাইরে দাঁড়িয়ে আছে রেফ্রিজারেটরের ব্যবস্থাসহ মৃ'তদেহবাহী ট্রাক।

মন্টেলিওন জানান, গত সপ্তাহে কজলো তার পোষা কুকুরকে নিয়ে বাইরে বের হয়েছিল। সেখান থেকে তিনি মন্টেলিওনকে ফোন করে জানান যে দু'জন চিকিৎসক সেখানে ট্রাক আসার কথা বলছেন। এর পরই মন্টেলিওন জানালা খুলে সেই দৃশ্য দেখতে পান। পরের দিন সকালে উঠে তারা দেখতে পান, রেফ্রিজারেটর ব্যবস্থাসহ দুটি ট্রাক ঢোকার জন্য র‌্যাম্প তৈরি করছেন কর্মীরা।

মন্টেলিওন বলেন, ''ওরা যেটা ফোনে বলছিলেন, সেটাই শহরজুড়ে ঘটতে চলেছিল। এর কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে বেরিয়ে এলো সারি সারি মৃ'তদেহ।'' করোনা ভাইরাসে বিশ্বের ১৫ লাখের বেশি মানুষ আক্রা'ন্ত হয়েছে। আর মা'রা গেছে প্রায় ৯০ হাজার মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রা'ন্ত হয়েছে চার লাখ ৩০ হাজার, মা'রা গেছে ১৪ হাজার ৭০০ জন। দেশটিতে আক্রা'ন্ত ও মৃ'ত দুটির সংখ্যাই সবচেয়ে বেশি নিউ ইয়র্ক শহরে। এখানে আ'ক্রা'ন্ত হয়েছে এক লাখ ৫১ হাজার মানুষ আর মা'রা গেছে ছয় হাজার ২৬৮ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে