বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ০৭:০৮:৪০

করোনায় মাত্র ১ জনের মত্যু, পথ দেখাচ্ছে নিউজিল্যান্ড : কোন পথে এলো জয়?

করোনায় মাত্র ১ জনের মত্যু, পথ দেখাচ্ছে নিউজিল্যান্ড : কোন পথে এলো জয়?

আন্তর্জাতিক ডেস্ক : সারা পৃথিবীতে ঝড়ের বে'গে ছড়াচ্ছে করোনা ভাইরাস। মৃত্যু হয়েছে অন্তত ৮ ৮ হাজার ৫৮৩ জনের। আক্রা'ন্ত একমাত্র ১৪ লক্ষ ৮৪ হাজার ৮১১ জন। সং'ক্র'মণের ভ'য়ে যখন গোটা পৃথিবীটা থ'রথ'র করে কাঁ'পছে তখন সবচেয়ে স্বস্তি রয়েছে সম্ভবত নিউজিল্যান্ড। কারণ এখনও পর্যন্ত সেখানে মৃ'ত্যু হয়েছে ১ জনের।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, করোনা কি নিউজিল্যান্ডে আচড় কাটতে পারেনি? উত্তরটা হল, না। করোনা সং'ক্রমণ ছড়িয়েছে নিউজিল্যান্ডে। সংবাদসংস্থা সূত্রে খবর, নিউজিল্যান্ডে এখনও আক্রা'ন্ত ১২৩৯ জন। গত বৃহস্পতিবারই নতুন করে ২৯ আক্রা'ন্তের স'ন্ধা'ন পাওয়া দিয়েছে ওই দেশে। কিন্তু ৫০ লক্ষ নাগরিকের এই দেশে সং'ক্র'মণের গতি উল্লেখযোগ্য ভাবে কম। মৃ'ত্যু হয়েছে শুধুই একজনের।

এই অবস্থায় করোনা রু'খতে নিউজিল্যান্ডের মডেলকেই কৃতিত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আরডেন বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণেও বলেছেন, "আমাদের পরিক'ল্পনা সাফল্য পাচ্ছে।" কী সেই পরিক'ল্পনা? বিশেষজ্ঞরা বলছেন, অন্য দেশ হলে এই সময়ে নিষে'ধা'জ্ঞা শি'থিল করত। যেমন ডেনমার্কে ৫৫৯৭ জন করোনা আক্রা'ন্ত। কিন্তু সং'ক্র'মণের হার কমায় লকডাউন আংশিক ভাবে খুলে গিয়েছে সেই দেশে। এর ঠিক উল্টো কাজটাই করছেন নিউজিল্যান্ড।

গত দু'সপ্তাহ ধরে লকডাউন ছিলই, এখন তা আরও জো'রদার হয়েছে। প্রতিটি সীমান্ত সিল করা। যারা বিদেশ নিজের দেশে থেকে সদ্য ফিরেছেন তারা দু সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকছেন বা'ধ্যতামূলক ভাবে। বিদেশি অতিথিদেরও এই দেশে অনুপ্রবেশ নিষে'ধ। আরডেনের কথায়, আমরা অর্ধেক পথ পেরিয়েছি। এটা একটা ম্যারাথন। বাকি পথটাও অতিক্র'ম করব। আর্ডেনের এই আত্মবিশ্বাস সা'হস জোগাচ্ছে গোটা বিশ্বের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে