বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ০৭:২০:০৮

লকডাউনে বাপের বাড়িতে আ'টকে স্ত্রী, একাকিত্ব সহ্য করতে না পেরে স্বামীর আত্মহ'ত্যা

লকডাউনে বাপের বাড়িতে আ'টকে স্ত্রী, একাকিত্ব সহ্য করতে না পেরে স্বামীর আত্মহ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা লকডাউনে স্ত'ব্ধ গোটা ভারত। পুরোপুরি ভাবে ব'ন্ধ রয়েছে দেশের পরিবহন ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্তে আ'টকে অ'গুনতি শিক্ষার্থী থেকে বিভিন্ন পেশার মানুষ। এবার তারই মাঝে লকডাউনে স্ত্রী কাছে না থাকায় আত্মহ'ত্যা করলেন উত্তরপ্রদেশের ৩২ বছরের যুবক।

সূত্রের খবর, পুলিশের অনুমান স্ত্রী কাছে না থাকায় একাকিত্বের কারণে আত্মহ'ত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবক। বুধবার উত্তরপ্রদেশের রাধা কুন্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহ'ত ব্যক্তির নাম রাকেশ সোনি। যুবকের এই করুণ পরি'ণতিতে শো'কস্ত'ব্ধ তার প্রতিবেশীরাও।

তদ'ন্তকারী পুলিশ অফিসার অলোক রাও জানিয়েছেন, সোনির স্ত্রী লকডাউনের আগে তার বাবা-মায়ের কাছে কয়েদিন সময় কা'টানোর জন্য। কিন্তু আচ'মকা লকডাউন শুরু হওয়াতে সেখানেই আ'টকে পড়েন তিনি। একাধিকবার চেষ্টা করেও ওই যুবক তার স্ত্রীর কাছে পৌঁছাতে পারেননি। তাই পরবর্তীতে বির'হ ও মানসিক অব'সাদ থেকেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন। যদিও পুলিশ আরও তদ'ন্ত চালাচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে