বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ০৭:৩২:০৭

সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে মদ পৌঁছে দিচ্ছে কুকুর!

সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে মদ পৌঁছে দিচ্ছে কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের ক'বলে পড়ে মৃ'ত্যুপু'রীতে পরিণত হয়েছে আমেরিকা। সং'ক্র'মণ রু'খতে দেশের কয়েকটি এলাকায় লকডাউন জা'রি করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু, তারপরও অবস্থা সামাল দেওয়া যাচ্ছে না। এদিকে ঘরব'ন্দি অবস্থায় থেকে মানসিক অ'বসা'দগ্র'স্ত হয়ে পড়ছেন বেশিরভাগ মানুষ। তবে সবথেকে বেশি সম'স্যা রয়েছেন ম'দ্যপা'য়ীরা। 

এই পরি'স্থিতিতে আমেরিকার মেরিল্যান্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে মদের হোম ডেলিভারি করতে দেখা গেল একটি কুকুরকে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাই'রাল হয়েছে। যা দেখে হ'তবা'ক হয়ে পড়েছেন নেটিজেনরা। মেরিল্যান্ডের স্টোন হাউস উরবার্ন ওয়াইনারি নামে একটি মদের দোকানের তরফে ১১ বছরের একটি কুকুরকে মদের হোম ডেলিভারি করার কাজে লাগানো হয়েছে। 

আর সোডা নামে ওই কুকুরটি গ্রাহকদের ম'দ দিয়ে আসছে তার একটি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। তাতে দেখা যাচ্ছে, একজন মহিলা রাস্তার ধারে থাকা পার্কিং লটে দাঁড়িয়ে রয়েছেন। আর শরীরের লাগানো থাকা চামড়ার বিশেষ ব্যাগে করে ম'দের বোতল নিয়ে তার দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে সোডা নামে ওই কুকুরটি। ওই মহিলার কাছাকাছি যাওয়ার পরে কুকুরটির শরীরে ঝোলানো থাকা ব্যাগ থেকে একটি ম'দের বোতল তুলে নিচ্ছেন তিনি।

ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাসের সং'ক্র'মণ থেকে বাঁচতে বেশিরভাগ মানুষই ঘরব'ন্দি অবস্থায় রয়েছেন। মানুষের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে চাইছেন সবাই। এই পরিস্থিতিতে সোডার কাজে খুশি ম'দ্যপা'য়ীরা। এতে যেমন তাদের প্রয়োজন মিটছে তেমনি অন্য মানুষের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখাও সম্ভব হচ্ছে। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে