বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ০৮:১৮:১১

করোনার মধ্যেই মহাপ্র'লয় চালালো ঘূর্ণিঝড় 'হ্যারল্ড', পুরো বিপ'র্যস্ত ফিজি

করোনার মধ্যেই মহাপ্র'লয় চালালো ঘূর্ণিঝড় 'হ্যারল্ড', পুরো বিপ'র্যস্ত ফিজি

আন্তর্জাতিক ডেস্ক : মহামা'রি করোনা ভাইরাসে গোটা বিশ্ব কাঁ'পছে। একের পর এক মৃ'ত্যুপুরীতে পরিণত হচ্ছে বিভিন্ন দেশ। লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে আক্রা'ন্তের সংখ্যা। এরমধ্যেই ধেয়ে আসা ভ'য়ান'ক ঘূর্ণিঝড় হ্যারল্ডয়ে আরো বিপ'র্যস্ত হয়ে পড়ল ফিজির জনজীবন। বুধবার ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আ'ছড়ে পড়ে ঘূর্ণিঝড় হ্যারল্ড। 

ঝড়ের দা'পটে উ'পড়ে পড়ে বহু গাছ, হু'ড়মু'ড়িয়ে ভে'ঙে পড়ে বাড়ি, পানির তোড়ে ভেসে যায় মাইলের পর মাইল। কার্যত করোনার কামড়ের সঙ্গে ঘূ'র্ণিঝড়ের থা'বায় স্ত'ব্ধ হয়ে পড়ল জনজীবন। প্রশান্ত মহাসাগর থেকে উত্‍পন্ন ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ফিজিতে। মূলত ফিজির সলমন ও ভানুতু দ্বীপে মহাপ্র'লয় চালায় ঝড়।

ঝড়ে নদীর বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে পড়ে। ফিজি দ্বীপের উত্তরে প্রধান সড়ক 'বা' পানিতে ভেসে যায়। সুভা অঞ্চলে ঝোড়ো হাওয়ায় উড়ছে আব'র্জনা। করোনা পরি'স্থিতিতে এটি মা'রা'ত্মক বি'প'জ্জনক বলে জানায় দেশটির স্বাস্থ্য দপ্তর। ফিজিতে এখন পর্যন্ত করোনা আক্রা'ন্ত ১৫।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে