বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ১০:৫৭:২০

ওষুধ পাঠানোর পর এবার ডোনাল্ড ট্রাম্পকে যা বললেন নরেন্দ্র মোদি

ওষুধ পাঠানোর পর এবার ডোনাল্ড ট্রাম্পকে যা বললেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের বিরু'দ্ধে সভ্যতার লড়া'ইয়ে সহায়তা করার জন্য যা যা করা সম্ভব, ভারত তার সব কিছুই করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদ জ্ঞা'পক টুইটের জবাবে বৃহস্পতিবার তার টুইটে এ কথা লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ভারত এই আ'পৎকালীন অবস্থায় আমেরিকাকে ম্যালেরিয়া প্রতিরো'ধী ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করার সিদ্ধান্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়ে বুধবার টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। তারই জবাবে এ দিন মোদি লিখেছেন, ''সভ্যতার এই লড়া'ইয়ে সহায়তা করার জন্য যা যা করা সম্ভব, ভারত তার সব কিছুই করবে। আমরা একই সঙ্গে এই লড়া'ইয়ে জিতব।''

এই আপৎকালীন অবস্থায় ভারত আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করার সিদ্ধান্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বুধবার টুইটে লেখেন, ''এমন অভূতপূর্ব সময়েই বন্ধুত্ব আরও জো'রদার হয়ে ওঠে। হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের সিদ্ধান্তের জন্য ভারত ও ভারতবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। এই সহায়তার কথা কোনও দিন ভুলব না। শুধুই ভারতকে সঠিক ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য নয়, সভ্যতার এই লড়া'ইয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদিকে।''

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের জবাব দিতে গিয়ে এ দিন ভারতের প্রধানমন্ত্রী মোদি তার টুইটে লেখেন, ''আপনার সঙ্গে আমি একমত। এমন অবস্থাতেই বন্ধুত্ব আরও মজবুত হয়ে ওঠে। ভারত-মার্কিন সম্পর্ক এর আগে এতটা মজবুত হয়ে ওঠেনি কখনও।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে