বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২০, ১১:০৫:২৫

মুসলিমদের বলির পাঁঠা বানালেও করোনার ওষুধ মিলবে না: আসাদুদ্দিন ওয়াইসি

মুসলিমদের বলির পাঁঠা বানালেও করোনার ওষুধ মিলবে না: আসাদুদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস নিয়ে মুসলমানদের বিরু'দ্ধে অ'পপ্র'চারের বিরু'দ্ধে এবার গর্জে উঠলেন ভারতের এআইএমআইএম প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এমপি। অভিযো'গ করে তিনি বলেন, করোনার অজুহাতে দেশের মুসলমানদের বলির পাঁঠা বানানো হচ্ছে।

ভাইরাসটির জেরে সাম্প্রতিক যে লকডাউন আরো'প করা হয়েছে, সেই সমালো'চনা এড়াতেই মোদি সরকার এমন চেষ্টা চালাচ্ছে বলে জানান ওয়াইসি। এক টুইটবার্তায় তিনি বলেন, অপরিক'ল্পিত লকডাউনের সমালো'চনা এড়াতে ও করোনা ভাইরাস সং'ক্রমণের ব্য'র্থতা থেকে মানুষের দৃষ্টি অন্যত্র নিয়ে যেতেই এসব করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিজেপির অ'পপ্র'চারকারীদের জানা উচিত যে এভাবে হোয়াইটসঅ্যাপ ফরোয়ার্ডের মাধ্যমে করোনাকে হা'রানো সম্ভব হবে না, মুসলমানদের বলির পাঁঠা বানালেও করোনার ওষুধ মিলবে না। আর তাছাড়া এটা করোনা সংক্রান্ত পর্যাপ্ত পরীক্ষার বিকল্পও হতে পারে না ...।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে