শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ১২:১৯:৩৫

যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১৭৮৩ জন, এনিয়ে সর্বমোট ১৬ হাজার ৪৭৮ জনের মৃ'ত্যু

যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১৭৮৩ জন, এনিয়ে সর্বমোট ১৬ হাজার ৪৭৮ জনের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আজ শুক্রবার জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী। করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪৩ জনের মৃ'ত্যু হয়েছে। এনিয়ে যুক্তরাষ্ট্রে সর্বমোট ১৬ হাজার ৪৭৮ জনের মৃ'ত্যু হয়েছে।

 দেশটিতে গতকাল বৃহস্পতিবার ১৯৭৩ জনের মৃ'ত্যু হয়েছিল। তবে আগের দিনের তুলনায় মৃ'ত্যুর হার আজ কিছুটা কমেছে বলে দেখা গেছে।-খবর রয়টার্সের

রোগীদের মৃ'ত্যু ও শারীরিক অবস্থার অবনতি এতটাই দ্রুত ঘটছে, যা দেখে সেখানকার চিকিৎসক ও নার্সদের চোখ কপালে উঠে গেছে।

মৃ'ত্যুর সংখ্যার সরকারি হিসেবে সব তথ্য উঠে আসছে না বলে হু'শিয়ারি দিয়েছেন কর্মকর্তারা। কারণ বাড়িতে বসে যেসব রোগী মা'রা যাচ্ছেন, এই হিসাবে তাদের গণনা করা হচ্ছে না।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কিউমো বলেন, প্রতিটি নম্বর একেকটি মুখমণ্ডল। মা'রা যাওয়া লোকজনের স্মরণে রাজ্যটিজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে অনুরোধ করেন তিনি। কিউমো বলেন, এই ভাইরাস ঝুঁ'কিপূর্ণদের আ'ক্রা'ন্ত করে, দুর্বলদের আ'ক্রা'ন্ত করে। বিপন্নদের সুরক্ষা দেয়া সামাজিকভাবে আমাদের কর্তব্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে