শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ০৭:৪৩:৫৬

তুর্কমেনিস্তানে করোনা সং'ক্রমণ নেই, চলছে র‌্যালি সভাবেশ

তুর্কমেনিস্তানে করোনা সং'ক্রমণ নেই, চলছে র‌্যালি সভাবেশ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের একটি সং'ক্র'মণও ধ'রা পড়েনি বলে দাবি করছে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। করোনা ভাইরাস ঠে'কাতে অন্যান্য দেশ যখন লকডাউন জারি করছে, তখন তুর্কমেনিস্তানে ৭ এপ্রিল 'বিশ্ব স্বাস্থ্য দিবস' উদযাপনের জন্য সাইকেল র‍্যালির আয়োজন করেছে।

তবে দেশটির কু'খ্যা'তি সেন্সরশিপের জন্য বিশেষজ্ঞরা বলছে, 'ওই দেশের সরকারকে বিশ্বাস করা যায় না। সরকার সত্য গো'পন করছে। এর ফলে মহামা'রি প্রতিরো'ধের চেষ্টায় মা'রা'ত্মক বি'ঘ্ন ঘটতে পারে।''

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক মার্টিন ম্যাককি বলেন, 'তুর্কমেনিস্তানের সরকার স্বাস্থ্যসম্পর্কিত যেসব তথ্য প্রকাশ করে, সেগুলোর একেবারেই বিশ্বাসযো'গ্যতা নেই। করোনা সং'ক্র'মণ হয়তো এরই মধ্যে তুর্কমেনিস্তানে ঘটে গেছে, কিন্তু ভ'য়ে দেশটির কোনো মানুষ সেরকম ই'ঙ্গিত পর্যন্ত দিতে না'রাজ। কারণ, তুর্কমেনিস্তান বিশ্বের সবচেয়ে নি'পী'ড়ক রাষ্ট্রগুলোর একটি।''

ম্যাককি বলেন, ''আমার পরিচিত একজন, যিনি একটি সরকারি সংস্থায় কাজ করেন, তিনি বলেছেন, এই ভাইরাস এখানে আছে বা আমি শুনেছি ভাইরাসটি পাওয়া গেছে, তবে আমার এ নিয়ে কথা বলা উচিত নয়; কারণ এতে আমার বি'পদ হতে পারে।''

তুর্কমেনিস্তানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এলেনা পানোভারের কাছে জানতে চাওয়া হয়েছিলো, তুর্কমেনিস্তানে কোনো করোনা সং'ক্র'মণ হয়নি বলে সরকার যে দাবি করছে, সেটা তারা কতটা বিশ্বাস করেন? কিন্তু এলেনা পানোভা এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, 'আমরা সরকারের দেওয়া তথ্যের ওপরই নির্ভর করি।' সূত্র : বিবিসি বাংলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে