আন্তর্জাতিক ডেস্ক : মহামা'রি করোনা ভাইরাসে নাস্তা'নাবুদ গোটা বিশ্ব। বিশ্বের অর্থনীতি, পর্যটন, উৎপাদন, খেলাধূলা সব থমকে আছে। ১০০ দিন পূর্বে চীনের উহান প্রদেশে একটি ভাইরাসের অস্তি'ত্ব টের পাওয়া যায়। সেটি নিউমোনিয়ার মতো শ্বা'সযন্ত্রের সম'স্যা তৈরি করে মানুষকে মৃ'ত্যুর দিকে ঠেলে দেয়। ১০০ দিনের মাথায় ভাইরাসটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
করোনা আক্রা'ন্ত করেছে ১৬ লাখ মানুষকে। প্রাণ কে'ড়ে নিয়েছে প্রায় ১ লাখ মানুষের। অবশ্য যেখান থেকে করোনা ভাইরাসের সূত্রপাত সেই উহান প্রদেশ করোনামুক্ত হয়েছে। বুধবার সেখান থেকে তুলে নেওয়া হয়েছে লকডাউনও। তবে 'দ্য লানসেট' নামক মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে টিকা আবিষ্কারের আগে কোনো এলাকার লকডাউন তুলে নেওয়া ঝু'কিপূর্ণ একটি ব্যাপার। বিশেষ করে উহান প্রদেশের।
তাদের মতে, এখনই উহান প্রদেশ থেকে লকডাউন তুলে নেওয়ার ফলে দ্বিতীয়বারের মতো মহামা'রি আকারে সেটা ছড়িয়ে পড়তে পারে। গেল বুধবার উহান প্রদেশ থেকে ৭৬ দিনের লকডাউন তুলে নেওয়া হয়। যদিও কিছু কিছু বিশেষ বিধি-নিষে'ধ থাকছে। থাকছে নিষে'ধা'জ্ঞা। কিন্তু ঝুঁ'কির বিষয়টি তাতে এড়িয়ে যাওয়া যায় না।
উহান প্রদেশ থেকে লকডাউন তুলে নেওয়ায় এখন সেখানকার কলকারখানা, স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করবে। মানুষ ঘর থেকে বেরিয়ে তাদের নিজ নিজ কর্মস্থলে যাবে। কিছুদিন সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের বিষয়টি মাথায় রাখলেও একটা পর্যায়ে গিয়ে ভুলে যাবে। ওই প্রদেশে অন্যান্য প্রদেশ ও বিদেশ থেকে মানুষের আসা-যাওয়া শুরু হবে। তাতে আবারো সেখানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁ'কি তৈরি হবে।
এক্ষেত্রে লকডাউন একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে, আস্তে আস্তে তুলে নেওয়া উত্তম হবে। আর নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নিষে'ধা'জ্ঞা আরো'প করতে হবে। এই গবেষণা কেবল চীন কিংবা উহান প্রদেশের ক্ষেত্রে নয়, সকল দেশের জন্যই প্রযোজ্য। বিষয়টি মানা না হলে বিশ্বের বিভিন্ন দেশে একাধিকবার হা'না দিতে পারে প্রাণঘা'তী এই ভাইরাস। অবশ্য যদি আগামী ৬ মাসের মধ্যে টিকা ও ঔষুধ আবিস্কার করা সম্ভব হলে এমন ঝুঁ'কি এড়ানো সম্ভব হবে।