শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ০১:০৮:২৪

লা'শ আর লা'শ, যুক্তরাষ্ট্রে খুঁড়তে হচ্ছে গণক'বর

লা'শ আর লা'শ, যুক্তরাষ্ট্রে খুঁড়তে হচ্ছে গণক'বর

আন্তর্জাতিক ডেস্ক : শুধু লা'শ আর লা'শ। এত্ত লা'শ যুক্তরাষ্ট্র সাম্প্রতিক ইতিহাসে দেখেনি কখনো। প্রতি মিনিটে সেখানে মা'রা যাচ্ছেন কমপক্ষে ১.৩৩ জন মানুষ। গত ২৪ ঘন্টায় মা'রা গেছেন ২০২৮ জন মানুষ। করোনা ভাইরাসে একটি একক দেশে একদিনে ২ হাজারের বেশি মানুষ মা'রা যাওয়ার প্রথম রেকর্ড এটি। শুক্রবারের দিনটিকে তাই ‘ডেডলিয়েস্ট ডে’ বা ভ'য়াবহ দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সব মিলে শুধু যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসে মা'রা গেছেন প্রায় ১৯,০০০ মানুষ। আ'ক্রান্তে'র সংখ্যা ক্রমশ আকাশ ছুঁইছে।

শুক্রবার পর্যন্ত সেখানে আ'ক্রা'ন্তের সংখ্যা কমপক্ষে ৫ লাখ। যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস ম'হামা'রির প্রাণকেন্দ্রে রয়েছে নিউ ইয়র্ক রাজ্য। যুক্তরাষ্ট্রে যত মানুষ মা'রা গেছেন তার অর্ধেকই এই রাজ্যের। মৃ'তদের মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। 

বিভিন্ন মিডিয়ার হিসাব অনুযায়ী এখানে বসবাস করেন প্রায় ৪ লাখ বাংলাদেশি। তাদের মধ্যে বিরাজ করছে চরম হ'তাশা। ঘর থেকে বের হতে পারছেন না তারা। ফুরিয়ে গেছে তাদের অনেকের ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সেগুলোর অর্ডার দিয়ে সরবরাহ পেতে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন।

লন্ডনের অনলাইন দ্য ডেইলি মেইল বলছে, শুক্রবার একদিনে যুক্তরাষ্ট্রে মা'রা গেছেন কমপক্ষে ২০২৮ জন মানুষ। সব মিলে সেখানে শুক্রবার মৃ'তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৭৯৮। আ'ক্রা'ন্ত হয়েছেন ৫ লাখ ৫ হাজার ৪৭৮ জন। এর ফলে এই ভাইরাস সং'ক্রমণে বিশে^র সবচেয়ে খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। স্পেনে মোট মা'রা গেছেন ১৬,০৮১ জন। সে হিসেবে স্পেন, ইতালি, বৃটেন, চীনকে পিছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। 

এদিকে করোনা ম'হামা'রিতে বিশ^জুড়ে মৃ'তের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ। এর মধ্যে নিউ ইয়র্কে মৃ'তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭৭৯। ফলে শুধু এ রাজ্যেই মা'রা গেছেন মোট ৭,৮৪৪ জন। প্রতিবেশী নিউ জার্সি এ দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আ'ক্রা'ন্ত রাজ্য। সেখানে শুক্রবার মা'রা গেছেন ২২৫ জন। সব মিলিয়ে সেখানে মৃ'তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৩২। আ'ক্রা'ন্ত হয়েছেন ৫৪,৫৮৮ জন।

নতুন করে আরেক আত'ঙ্ক দেখা দিয়েছে। তাতে বলা হচ্ছে, মিশিগান রাজ্য হতে পারে করোনা ভাইরাসের নতুন হটস্পট বা প্রাণকেন্দ্র। শুক্রবার সেখানে মা'রা গেছেন ২০৫ জন। এ নিয়ে মৃ'তের সংখ্যা দাঁড়ালো ১২৮১। শুক্রবার সেখানে নতুন করে আ'ক্রা'ন্ত হয়েছেন ১২৭৯ জন। 

সব মিলিয়ে আ'ক্রা'ন্তের সংখ্যা ২২,৭৮৩। শুক্রবার ছিল যুক্তরাষ্ট্রের জন্য যেন অ'ভিশপ্ত। এদিন সেখানে পূর্বাভাষের চেয়ে অনেক বেশি মানুষ মা'রা গিয়েছেন। দুদিন আগে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন থেকে একটি পূর্বাভাষ দেয়া হয়। তাতে বলা হয়, শুক্রবার করোনা ভাইরাসে মা'রা যেতে পারেন ১৯৮৩ জন মানুষ। কিন্তু সেই পূর্বাভাষের চেয়েও অনেক বেশি মানুষ মা'রা গেছেন এদিন। এত্ত এত্ত মানুষের মৃ'তদেহ সমাহিত করতে দেয়া হয়েছে গণকব'র। এসব কবর খুঁ'ড়তে ব্যবহার করা হয় যন্ত্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে