শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ০৫:৪২:২১

করোনার লড়া'ইয়ে যুক্তরাষ্ট্র-ব্রিটেন-ইতালিকে পেছনে ফেলে দিল ভারত!

করোনার লড়া'ইয়ে যুক্তরাষ্ট্র-ব্রিটেন-ইতালিকে পেছনে ফেলে দিল ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযু'দ্ধের পর মানবসভ্যতার সামনে সবচেয়ে বড় চ্যালে'ঞ্জ হয়ে এসেছে নভেল করোনা ভাইরাস। হু'মকির মুখে মানব জাতির অস্তিত্ব। দেশে দেশে চলছে লকডাউন, ঘরে ব'ন্দি মানুষ। তবুও প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রা'ন্ত বাড়ছে প্রতি মিনিটে। এরই মধ্যে বিশ্বজুড়ে মা'রণ এই ভাইরাসে আক্রা'ন্ত হয়েছে প্রায় সাড়ে ১৭ লাখেরও বেশি মানুষ। মৃ'ত্যুর সংখ্যা লাখ পেরিয়ে গেছে। 

কার্যকর কোন ওষুধ নেই, নেই কোন প্রতিষে'ধক। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উন্নত বিশ্বের দেশ বলে পরিচিত যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেন। তবে আশ্চর্য হলেও সত্য করোনা মো'কাবেলার লড়া'ইয়ে বহু উন্নত দেশের থেকেই এগিয়ে রয়েছে ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত। এমনটাই উঠে এলো অক্সফোর্ড কভিড-১৯ গভর্নমেন্ট রেসপন্স ট্র্যাকার (ওএক্সসিজিআরটি) শীর্ষক এক সমীক্ষায়। 

সেখানে বলা হয়েছে, করোন যু'দ্ধে সাফল্যের নিরিখে ভারত ব্রিটেন, ইতালি, যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলির থেকে যোজন যোজন এগিয়ে আছে। গত চারমাস ধরে একের পর এক দেশকে ক্ষ'তিগ্র'স্থ করে চলেছে মা'রণ ভাইরাস করোনা। এই পরিস্থিতিতে অক্সফোর্ড ইউনিভার্সিটির সমীক্ষকদল খতিয়ে দেখেছে, কোন দেশের সরকার কী ধরনের স্বাস্থ্যনীতি নিয়ে চলছে। তুলনামূলক ভাবে দেখা হয়েছে আক্রা'ন্তের সংখ্যা এবং সাফল্যের হারও। সেই নিরিখেই একটি ইনডেস্ক তৈরি করেছে গবেষক দল।

সেখানেই ভারতের এই সফলতার স্বীকৃতি উঠে এসেছে। মূলত ১৩টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল এই গবেষণায়। তার মধ্যে রয়েছে, কত দ্রুত স্কুল কলেজ বন্ধ করা গেছে, কিভাবে রাস্তাঘাটে জনসমাবেশ এড়াতে পেড়েছে সরকার, আন্তরাজ্য যোগাযোগ কতটা আ'টকানো গেছে, আর্থিক প্যাকেজ, জনতার উদ্দেশ্যে প্রচার,স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ, টীকা আবিষ্কারে বিনিয়োগ, নমুনা পরীক্ষায় বিনিয়োগ ও আক্রা'ন্তের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের খুঁ'জে বের করা। উল্লিখিত ১৩টি প্যারামিটারের সবগুলিতেই উন্নত বিশ্বের দেশগুলি থেকে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির ভারত। সূত্র- ডেইলি হান্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে