শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ০৮:১৩:১১

করোনার মধ্যে উত্তর কোরিয়ায় চলছে বড়সড় ক্ষেপণা'স্ত্র পরীক্ষা

করোনার মধ্যে উত্তর কোরিয়ায় চলছে বড়সড় ক্ষেপণা'স্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সং'ক্র'মণের কোনও খবরই নাকি নেই দেশে। কয়েকজন বিদেশি পর্যটককে রাখা হয়েছিল কোয়ারেন্টাইনে, তবে তারা কোভিড-১৯ পজি'টিভ নন। একেবারে ভাইরাস মুক্ত হয়ে গেছে দেশ, এমনটাই দাবি করেছে উত্তর কোরিয়া। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, বিশ্বজোড়া করোনা-ত্রা'সের মাঝেই জোর কদমে ক্ষেপণা'স্ত্র পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কিমের দেশ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ৭০৯ জনকে কোয়ারেন্টাইনে রাখার খবর মিলেছিল। ২ এপ্রিলের আগে তাদের ছেড়ে দেওয়া হয়। পিয়ংইয়ংয়ের দাবি, তাদের দেশে নতুন করে ভাইরাস সং'ক্র'মণের কোনও খবর নেই। সং'ক্রমণ নাকি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। অথচ গত মাসে উত্তর কোরিয়াতেই কোভিড-১৯ পজিটিভ এক রোগীকে গু'লি করে মে'রে ফেলার খবর সামনে আসে। বেজিংয়ের এক সংবাদমাধ্যম এবং দক্ষিণ কোরিয়ার সূত্রে এই খবর সামনে আসে। 

উত্তর কোরিয়ার অন্দরমহলে কী ঘটনা ঘটছে সেটা একমাত্র চির প্রতিদ্ব'ন্দ্বী দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের হাত ধ'রেই গোটা বিশ্বের সামনে আসে। সেখান থেকেই খবর ছড়ায় দেশ-বিদেশের সংবাদ মাধ্যমগুলিতে। দক্ষিণ কোরিয়া দাবি করেছে, কিমের দেশে করোনার সং'ক্র'মণ ভালই ছড়িয়েছে। সেই নিয়ে উদ্বে'গেও রয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রনালয়। অথচ সেই খবর সুকৌশলে গো'পন করছে কিমের দেশ। উত্তর কোরিয়ার এমন দাবি নিয়ে সন্দে'হপ্রকাশ করেছে আন্তর্জাতিক মহলও। 

চীনের মতোই তথ্য গো'পনের অভিযোগ উঠেছে কিম জং উনের দেশের বিরু'দ্ধেও। সমস্ত অভিযোগ উড়িয়ে, কিমের দেশ দাবি করেছে, ২০০৩ সালে সার্স মহামা'রী ও ২০১৪ সালে ইবোলার থেকে শিক্ষা নিয়ে দেশ এখন অনেক পরিণত। শুরু থেকেই নাকি সং'ক্র'মণ ঠে'কানোর যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল দেশে। যদিও এই দাবির সত্যতা নি'শ্চিত করা যায়নি। দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম 'ডেইলি নর্থ কোরিয়া'-র দাবি, সীমান্তে উত্তর কোরিয়ার সিনুইজু শহরের পাঁচ জনের মৃ'ত্যু হয়েছে করোনার সং'ক্রমণে। 

সেখানে সং'ক্রা'মিতের সংখ্যাও অনেক। সং'ক্র'মণ রুখতে চীন সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। একেই সং'ক্রমণ না থাকার দাবি, অন্যদিকে বিশ্বজোড়া ভাইরাস আত'ঙ্কের মাঝেই বড়সড় ক্ষেপ'ণা'স্ত্র পরীক্ষার প্রস্তুতি চালাচ্ছে কিমের দেশ, এমনটাই দাবি দক্ষিণ কোরিয়ার। মার্চেই স্বল্প পাল্লার ক্ষে'পণা'স্ত্র পরীক্ষা হয়েছে উত্তর কোরিয়াতে। কিমের বাহিনীর একটা বড় অংশকে সামরিক মহড়া চালাতেও দেখা গেছে। চলতি বছর জানুয়ারিতেই কিম জং উন জানিয়েছিলেন, কোরীয় উপদ্বীপে কোনও পরমাণু নির'স্ত্রীকরণ হবে না। 

এমনকি এই বছরটা সামরিক অ'স্ত্র পরীক্ষার জন্য তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলেও জানানো হয়েছিল কিম প্রশাসনের তরফে। এপ্রিলেই সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে নাকি বড়সড় জমায়েতের আয়োজনও করেছে তারা। বিশ্বজোড়া মহামা'রীর সময় কীভাবে এতটা ঝুঁ'কি নিচ্ছে কিমের দেশ, সেই নিয়েও সন্দে'হ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে। বাস্তবেই কি ভাইরাসের সং'ক্র'মণকে কা'বু করে ফেলতে পেরেছে তারা, উঠছে সেই প্রশ্নও। সূত্র : দ্য ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে