আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস সং'ক্রমণ রো'ধে লকডাউন, কারফিউ-এর মতো ক'ড়াক'ড়ি ব্যবস্থা তড়ি'ঘড়ি করে শিথিল করলে পরি'স্থিতি ভ'য়াব'হ হবে বলে সত'র্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার জেনেভায় করোনা সংক্রান্ত এক অনলাইন সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়েসাস এ কথা জানান।
তিনি বলেন, ''লক্ষ্য করা যাচ্ছে, ইউরোপের কিছু দেশে (স্পেন, ইতালি) এই মহামা'রি আগের তুলনায় কিছুটা শ্লথগতিতে বিস্তার করছে। তবে এমন পরি'স্থিতিতে লকডাউন, কারফিউ এর মতো ক'ড়াক'ড়ি ব্যবস্থা শিথিল করলে এই সং'ক্র'মণের ভ'য়াব'হ পুন'রু'ত্থান ঘটতে পারে।''
করোনা ভাইরাসে এ পর্যন্ত বিশ্বে আক্রা'ন্তের সংখ্যা ১৭ লাখ ছুঁইছুঁই। আর প্রাণ গেছে লাখেরও বেশি। শুরুতে চীনকে আ'ক্র'মণ করে করোনা। পরে সর্বোচ্চ আঘা'ত হা'নে ইউরোপের দেশ ইতালি ও স্পেনে। তবে দেশ দুটিতে করোনার বিস্তার আগের তুলনায় কমেছে। এই অবস্থায় আরোপিত বাধানিষে'ধ শিথিল করার কথা ভাবছে ইতালি ও স্পেন।
সোমবার থেকে স্পেনে নির্মাণ ও উৎপাদনমুখী কারখানা খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। এদিকে, ইতালিতে লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানো হলেও মঙ্গলবার থেকে কিছু সংখ্যক ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুমতি দিয়েছে ইতালি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ''করোনার কারণে আরোপিত বাধানিষে'ধ কীভাবে শিথিল করা যায় সে বিষয়ে করণীয় ঠিক করতে দেশগুলোর সঙ্গে কাজ করছে হু। তবে এতে তাড়াহুড়ো করা মোটেও ঠিক হবে না। তড়িঘড়ি করে বাধানিষে'ধ তুলে নেওয়া হলে (সং'ক্র'মণের) মা'রা'ত্মক পুনরু'ত্থান ঘটবে। যথাযথভাবে এর ব্যবস্থাপনা না করা গেলে অবস্থা হবে ভ'য়'ঙ্কর।''