রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ১২:১৫:৫১

করোনার কারণে যুক্তরাষ্ট্রে চাকরি হা'রালেন পৌনে দুই কোটি মানুষ

করোনার কারণে যুক্তরাষ্ট্রে চাকরি হা'রালেন পৌনে দুই কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ম'হামা'রীর কারণে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বি'প'র্যয় নেমে এসেছে। প্রায় পৌনে দুই কোটি মানুষ চাকরি হা'রিয়েছেন। মাত্র তিন সপ্তাহেই দেশটিতে বে'কার হয়ে পড়েছেন অন্তত ১ কোটি ৭০ লাখ মানুষ। বৃহস্পতিবার মার্কিন শ্রম বিভাগের দেয়া তথ্যমতে, গত সপ্তাহেই সেখানে চাকরি হা'রিয়েছেন রেকর্ড ৬৬ লাখ মানুষ। 

এর মানে প্রতি ১০ জনের অন্তত একজন মার্কিনি চাকরি হা'রিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশ'ঙ্কা, মহামা'রীর কারণে সৃষ্ট আর্থিক অ'স্থি'রতা আরও কয়েক মাস চলবে। এর ফলে চলতি এপ্রিলে অবস্থা আরও খা'রাপ হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই হাজার হাজার মানুষ চাকরি হা'রাচ্ছে। বেকা'রত্বের হার বাড়ছে দ্রুতগতিতে।

অক্সফোর্ড ইকোনমিকস বলেছে, যুক্তরাষ্ট্রের চলতি মাস এপ্রিলে বে'কারত্বের হার ১৪ শতাংশ হতে পারে এবং মে মাসে তা গিয়ে ১৬ শতাংশে ঠে'কতে পারে। মার্কিন সরকারের বৃহস্পতিবার প্রকাশিত এক তথমতে, করোনার ক্ষ'তি কমিয়ে আনতে চাকরি ছাঁ'টাইয়ের মতো পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি। এর কারণে গত মার্চের মাঝামাঝি পর্যন্ত সময়ে দেশটির ১ কোটি ৭০ লাখ মানুষ চাকরি হা'রিয়েছেন। সূত্র : এএফপি ও দ্য গার্ডিয়ান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে