আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনাভাইরাসে আক্রা'ন্ত হিসেবে গতকাল শনিবার ৯৯ জন শনা'ক্ত হয়েছেন। তার মধ্যে ৯৭ জনই বাইরের দেশ থেকে ফিরে আসার পর আক্রা'ন্ত হিসেবে শনা'ক্ত হলেন। এর আগের দিন শুক্রবারের তুলনায় চীনে আক্রা'ন্তের এই সংখ্যা ৪৬ জন বেশি। চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ আজ রবিবার এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনাভাইরাসের উপস'র্গ না থাকা স'ত্ত্বেও পরীক্ষার পর পজিটিভ এসেছে ৬৩ জনের। আগের দিনের তুলনায় এই সংখ্যা ৩৪ জন বেশি।
এ ঘটনায় চীনের মূল ভূখন্ডে করোনাভাইরাসে আক্রা'ন্তের সংখ্যা বে'ড়ে দাঁড়াল ৮২ হাজার ৫২ জনে। এখন পর্যন্ত সে দেশে মা'রা গেছে তিন হাজার তিনশ ৩৯ জন। আক্রা'ন্তদের মধ্যে ৭৭ হাজার পাঁচশ ৭৫ জন এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।