আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ক্রমশ ভ'য়ঙ্কর হয়ে ওঠা মহামা'রি করোনার বিস্তার ঠে'কাতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এরই মধ্যে গতকাল লকডাউনের সময়সীমা আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিকে করোনা আত'ঙ্কের মধ্যে নতুন করে না খেতে পেয়ে ম'রার আত'ঙ্ক তৈরি হয়েছে দেশজুড়ে। টানা গৃহব'ন্দি থেকে অ'সহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেকের ঘরেই খাবার নেই। ঘটছে নানা হৃদয়বিদারক ঘটনা।
সমস্যা কতটা চ'রমে পৌঁছেছে তা আজকের এই ঘটনা প্রমাণ দিল। লকডাউনে কারণে ঘরে খাবার নেই তাই ৫ সন্তানকে গঙ্গায় ফে'লে দিলেন মা! চ'মকে দেওয়া ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভডোহি জেলার জেঙ্গিরাবাদে। খবর পেয়ে পুলিশ উ'দ্ধারকাজ শুরু করেছ। মহিলাকে গ্রে'প্তার করা হয়েছে।
জানা গেছে, খবর পাওয়া মাত্রই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। শিশুদের উ'দ্ধার করার জন্য গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মহিলাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে।
তবে মহিলা জানিয়েছেন যে, লকডাউনের কারণে তিনি এবং তার সন্তানরা খাবার পাচ্ছেন না এবং কাজ না থাকায় উপার্জন বন্ধ হয়ে গেছে। কারণ তিনি দিন মজুর। এক পুলিশ কর্মকর্তা বলেন,'আমরা আগে ৫ শিশুকে উ'দ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা পরে অন্যান্য তদন্ত করব।'
সূত্র- ডেইলি হান্ট।